Latest Weather Update: গরমের দাপট শেষ! ৭ জেলায় জারি কমলা সতর্কতা, কোথায়-কোথায় জানুন

Weather Update: আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে। পশ্চিমের সাত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা লাগোয়া জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা।

Latest Weather Update: গরমের দাপট শেষ! ৭ জেলায় জারি কমলা সতর্কতা, কোথায়-কোথায় জানুন
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 15, 2025 | 11:54 AM

কলকাতা: জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বঙ্গবাসী। গরমে তপ্ত অবস্থা। চোখে রোদ চশমা আর ছাতা ছাড়া বেরনো কার্যত দায়। একটু বেলা বাড়লেই যেন লু বইছে। তেঁতেপুড়ে যাচ্ছেন মানুষজন। বৃষ্টি কবে হবে? কী বলছে হাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া অফিস ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জন্য ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে। পশ্চিমের সাত জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি কলকাতা লাগোয়া জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ২-৩ দিনে গরমের দাপট কিছুটা কমার আশা। সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচটি জেলায় শিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কয়েকটা জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। কোচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া-সহ ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা।