
কলকাতা: নভেম্বরের শেষভাগ চলছে, এদিকে না আছে গায়ে সোয়েটার, মাথায় চাপেনি মাঙ্কি টুপিও। উল্টে অনেককে দিনের বেলায় ফ্য়ান চালাতেও হচ্ছে। শীত কি তাহলে আর আসবে না বাংলায়? শীতঘুমে চলে গিয়েছে শীতই (Winter)? আবহাওয়া অফিসের পূর্বাভাস কিছুটা এমন কথাই বলছে। কবে থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গে জাঁকিয়ে পড়বে?
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, কলকাতা সহ পশ্চিমবঙ্গে তাপমাত্রা এখন আর কমবে না। ১৯-২০ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস বলছে, নভেম্বরে ঠান্ডা ফেরার সম্ভাবনা নেই।
চলতি মাসের ৯ তারিখ থেকে উত্তুরে হাওয়া প্রবেশ করছিল বাংলায়। বেশ একটা ঠান্ডার আমেজও তৈরি হয়েছিল। রাতের দিকে কলকাতায় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রিতে ঘোরাফেরা করছিল। কিন্তু আবার সেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শীতের কাঁটা সেই নিম্নচাপ। বঙ্গোপসাগরের উপরে ফের তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। আগামিকাল, ২২ নভেম্বরই এই নিম্নচাপ তৈরি হবে। তারপর তা গভীর নিম্নচাপে পরিণত হবে।
গভীর নিম্নচাপের গতিপথ এখনও স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে যে নিম্নচাপের সম্ভাব্য গতিপথ হবে পূর্ব উপকূলে, তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশের দিকে যেতে পারে এই নিম্নচাপ। ঘূর্ণিঝড় তৈরি হবে কি না, তার দিকে নজর রয়েছে আবহবিদদের।
এই নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর দিয়ে বাংলায় ঢুকবে জলীয় বাষ্প। আর জলীয় বাষ্প ঢুকলেই বাড়বে তাপমাত্রা। দিনের বেলায় তাপমাত্রা বেশ অনুভব করা যাবে, অস্বস্তিকর গরম থাকবে। রাতের দিকে হালকা ঠান্ডা থাকবে। তবে ১৮-১৯ ডিগ্রিতেই তাপমাত্রা থাকবে। শীত পড়তে পড়তে আবার ডিসেম্বর।