Latest Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির চান্স নেই! কিন্তু বর্ষা ঠিক কবে ঢুকবে জানাল হাওয়া অফিস

Kaamalesh Chowdhury | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 19, 2024 | 3:07 PM

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামীূ ২-৩ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে। উত্তরবঙ্গের বাকি অংশ মালদহ,দুই দিনাজপুরেও বর্ষা আসবে আগামী ২-৩ দিনে। তবে বর্ষা এলেই অঝোরধারায় বৃষ্টি পাওয়ার আশা নেই দক্ষিণবঙ্গের।

Latest Weather Update: সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির চান্স নেই! কিন্তু বর্ষা ঠিক কবে ঢুকবে জানাল হাওয়া অফিস
কেমন থাকবে কলকাতার আকাশ
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: চড়া রোদে নাজেহাল হচ্ছিল দক্ষিণবঙ্গবাসী। এরপর কয়েকদিন হল সেই চড়া রোদ না উঠলেও মেঘলা পরিবেশ ছিল। আর তাতে আরও ভোগান্তি। ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। কবে আসবে বর্ষার বৃষ্টি? সুখবর তেমন কিছুই আপাতত দিতে পারেনি আবহাওয়া অফিস। তবে আগামী আরও দুই থেকে তিনদিন লাগতে পারে বর্ষা ঢুকতে।

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামীূ ২-৩ দিনের মধ্যে বর্ষা আসতে পারে দক্ষিণবঙ্গের কিছুটা অংশে। উত্তরবঙ্গের বাকি অংশ মালদহ,দুই দিনাজপুরেও বর্ষা আসবে আগামী ২-৩ দিনে। তবে বর্ষা এলেই অঝোরধারায় বৃষ্টি পাওয়ার আশা নেই দক্ষিণবঙ্গের। ফলে আজ আপাতত লাগামছাড়া গরম যেমন থাকবে। তেমনই রাত গুমোট থাকায় ঘুমের দফারফা হওয়ার সম্ভাবনা রয়েছে।

অপরদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি এখনই বদলাবে না। প্রবল বৃষ্টি যেমন চলছে চলবে। তিনজেলায় জারি কমলা সতর্কতা। তবে আগামী একুশ তারিখ থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ার। প্রবল বৃষ্টি না হলেও ভারী বৃষ্টি বজায় থাকবে উত্তরবঙ্গে।

 

Next Article