আলিপুর: আলিপুরে ট্রেজারি বিল্ডিংয়ে বিপত্তি। লিফটে আটকে পড়েন এক ব্যক্তি। আলিপুরে জেলাশাসকের অফিসের ভিতরে ট্রেজারি বিল্ডিংয়ে লিফটে পা আটকে যায় এক ব্যক্তির। পা আটকে ঝুলতে থাকেন তিনি। ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। এখানকার কর্মীদের একাংশের দাবি, লিফট ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। লিফটে নজরদারির অভাব রয়েছে।
অভিযোগ, লিফটে যদি ১০ জনের ওঠার ক্ষমতা থাকে, ঠেলাঠেলি করে তাতে আরও ৩-৪জন উঠে পড়েন। কেউ দেখার নেই বলে অভিযোগ। যতজন লিফটে ওঠার নিয়ম তার থেকে বেশি লোক উঠে পড়ায় নানারকম বিপত্তিই লেগে থাকে বলে অভিযোগ।
অভিযোগ, বুধবারও একই ঘটনা ঘটেছিল। এদিনও তাড়াহুড়ো করে একসঙ্গে বেশি লোক উঠে পড়ে। এরপরই এই ঘটনা। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলার টিম এসে হাজির হয়। দীর্ঘ চেষ্টার পর উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাবুদ্দিন মোল্লা (৪৪)। এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।