কলকাতা: বিশ্বকর্মা পুজোয় বৃষ্টি হবে- এই পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস সত্যি হতে চলেছে। কলকাতা-সহ শহরতলির আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। রোদের দেখা মেলেনি বললেই চলে। কিছু জায়গায় ইতিমধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিশ্বকর্মা পুজোর দিনে একটানা বৃষ্টি হলে মাটি হতে পারে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা।
মহানগরীর আকাশ সোমবার সকাল থেকেই মেঘে ঢেকেছে। আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সে জন্য বৃষ্টির সময় সাধারণ মানুষেকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টিপাত হতে পারে।
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই বৃষ্টিপাত। বৃষ্টি হলেও গরমের অস্বস্তি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্র ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।
আগামী কয়েক দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার আরও বাড়তে পারে এই বৃষ্টি।