Weather Update: হাওয়া গরম বাংলার, তারমাঝে ভিজবে এই জেলাগুলি

Weather Update: ১১ তারিখ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তালিকায় রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে।

Weather Update: হাওয়া গরম বাংলার, তারমাঝে ভিজবে এই জেলাগুলি
ফের বৃষ্টি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 10, 2025 | 8:59 PM

কলকাতা: হাওয়া গরম। বেশ কয়েকদিন ধরেই ফের তাপপ্রবাহ একাধিক জেলায়। চড়ছে পারদ। কলকাতার ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রির কাছাকাছি। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৯ ডিগ্রির মধ্যে। এরইমধ্যে যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে।  

১১ তারিখ রবিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তালিকায় রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার মতো জেলা। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে। একই ছবি দেখা যাবে ১২ তারিখ সোমবারও। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে ঝোড়ো হাওয়াই বইতে পারে। 

তবে ১০ থেকে ১৪ তারিখের মধ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে। এই জেলাগুলি ছাড়াও অন্যান্য জেলাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গেও। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ভিজতে পারে মালদহও।