কলকাতা: ঘূর্ণাবর্ত-অক্ষরেখার বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগ। বৃষ্টি-বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। এদিন দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। এদিন কলকাতা-সহ ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বুধবার ও বৃহস্পতিবার ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বৃষ্টি আরও বাড়লে ডিভিসির জলে ফের বাড়তে পারে বিপদ। পুজোর মুখে উত্তরবঙ্গ নিয়েও বড় উদ্বেগের কারণ তৈরি হয়েছে। প্রবল বৃষ্টিতে পাহাড়-ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা থাকছে। বুধবারের পর বৃহস্পতিবার দার্জিলিংয়ে জারি থাকছে লাল সতর্কতা।
বৃহস্পতিবার উত্তরের আরও ৩ জেলায় জারি লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে জন্য জারি লাল সতর্কতা। একদিনে ২০০ মিমি বা তার বেশি বৃষ্টির আশঙ্কা থাকছে। শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি উত্তরবঙ্গে। পাহাড়ের নানা প্রান্তে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। জল আরও বাড়তে পারে নদীতে। ইতিমধ্যেই এদিন সকালে ২৮ মাইলের কাছে ধসের খবর সামনে আসে। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক।