কলকাতা: কার্যত লকডাউনের (Lockdown) বাংলায় সুরাপ্রেমীদের জন্য সুখবর। ১ জুন মঙ্গলবার থেকে রাজ্যে মদের দোকান খোলাতেও বিধি নিষেধ উঠল। খুচরো দোকান হিসাবেই গণ্য হবে মদের দোকান। তবে আপাতত বন্ধই থাকছে পানশালা।
সোমবারই কার্যত লকডাউন নিয়ে নবান্ন থেকে নয়া নির্দেশিকা জারি হয়েছে। সেখানে বলা হয়েছে ১৫ জুন অবধি বিধি নিষেধ থাকলেও কয়েকটি ক্ষেত্রে মঙ্গলবার থেকেই ছাড় মিলবে। সে তালিকায় নাম রয়েছে খুচরো দোকানগুলিরও। তবে তা খোলার ক্ষেত্রে ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বেধে দেওয়া হয়েছে সময়সীমা।
সেই নির্দেশিকার ব্যাখ্যা হিসাবেই জানা যাচ্ছে, খুচরো দোকানের মধ্যে মদের দোকানও পড়ছে। অর্থাৎ যে সমস্ত লিকার শপ থেকে মদ কিনে নিয়ে যাওয়া যায় সেগুলিও খুচরো দোকান হিসাবেই গণ্য করা হবে। ফলে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রাজ্যের সর্বত্রই মদের দোকান খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে একটাই শর্ত, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি লাগবে। তারপরই দোকান খুলতে পারবেন মদ ব্যবসায়ীরা।
কারণ, এমন বহু জায়গা রয়েছে যেখানে সংক্রমণের বাড়বাড়ন্ত, কনটেনমেন্ট জো়ন। সেখানে জেলা প্রশাসন দোকান না খোলারও অনুমতি দিতে পারে। একইসঙ্গে দোকান খোলার পর যদি অতিরিক্ত ভিড়, জমায়েতের কারণে সংক্রমণের প্রবণতা বাড়ছে বলে জেলা প্রশাসন মনে করে, তা হলে সে দোকান বন্ধ রাখার নির্দেশও দেওয়ার অধিকার থাকছে জেলা প্রশাসনের। তবে এতদিন রাজ্যজুড়ে মদের দোকান খোলার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, মঙ্গলবার থেকে তা শিথিল হল বলাই যায়। এই নির্দেশে নিঃসন্দেহে খুশির হাওয়া সুরাপায়ীদের মধ্যেও।