Bangla NewsKolkata LIVE UPATE: Babri Masjid stone foundation in Murshidabad, BJP to celebrate Sourya Divas, TMC's sanghati divas
live now
LIVE: বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস, শহরে বিজেপির শৌর্য দিবস পালন, দিনভর সরগরম বাংলা
Babri Masjid LIVE: একদিকে বেলডাঙায় বাবরি মসজিদ ঘিরে সংখ্যালঘু সমাজের উৎসাহ চোখে পড়ার মতো। অন্যদিকে, ৬ ডিসেম্বর রাজ্যে 'শৌর্য দিবস' পালন করছে বিজেপি। রয়েছে বিশেষ কর্মসূচি। আর অন্যদিকে, 'সংহতি দিবস' পালন করছে তৃণমূল। মঞ্চ থেকে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা। কোনও রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে একে হাজির হচ্ছেন তাঁরা। ভোর হতে দেখা গেল, অনেকেই ইট মাথায় করে নিয়ে হাজির হচ্ছেন। তাঁরা চান, তাঁদের দেওয়া ইটেই গাঁথা হোক বেলডাঙার বাবরি মসজিদ।
বাংলায় বিধানসভা নির্বাচন যে আসন্ন, শনিবারের চিত্রটাই সে কথা বলে দিচ্ছে। সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এদিন। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করছেন বিধায়ক হুমায়ুন কবীর।