‘আমি মুখ দেখাতে পারি না ওদের কাছে’, কেন্দ্রের নিরাপত্তা ছেড়ে বললেন লকেট
হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে তাঁর বিজেপি নেত্রী হিসাবে 'জনপ্রিয়তা'র অনুমান থেকেই দল বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্র থেকে বিধায়ক পদপ্রার্থী করে।
কলকাতা: দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারছেন না। তাই নিজেও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী চান না। এক ভিডিয়ো বার্তায় এমনটাই জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বিজেপির এই সাংসদ। রবিবার একটি ভিডিয়ো বার্তায় লকেট জানান, ভোটের ফল ঘোষণার পর এ রাজ্যে বিজেপি কর্মীরা আক্রান্ত। তাই ব্যক্তিগত সুরক্ষার জন্য তিনি আর কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী রাখতে চান না। লকেট অভিযোগ করেন, ভোটের ফল প্রকাশের পর থেকেই তাঁদের দলের বহু কর্মী ঘর ছাড়া। তাঁদের কাছে মুখ দেখাতে পারেন না বলেও এদিন আফশোস করেন তিনি।
লকেটের অভিযোগ, “২ তারিখে ফল ঘোষণার পর থেকে যে ভাবে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলছে তাতে বহু কর্মী মারা গিয়েছেন। এমনকী মহিলা কর্মীরাও নিরাপদ নন। এক জন মহিলা হয়ে আমার মনে হয়েছে, নিরাপত্তা রক্ষী নিয়ে আমি থাকব, আর সুদূর গ্রামে মহিলারা রয়েছেন তাঁরা নিরাপত্তা পাবেন না এটা হয় না। আমি কী ভাবে ওদের পাশে গিয়ে দাঁড়াব। এটা মানবিক দিক থেকে নিতে পারি না।”
হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রাজ্যে তাঁর বিজেপি নেত্রী হিসাবে ‘জনপ্রিয়তা’র অনুমান থেকেই দল বিধানসভা ভোটে চুঁচুড়া কেন্দ্র থেকে বিধায়ক পদপ্রার্থী করে। কিন্তু সে অনুমান ভুল প্রমাণিত হয়। হেরে যান লকেট। এরইমধ্যে তিনি জানালেন, কেন্দ্রীয় নিরাপত্তা ছেড়েছেন। কারণ, তাঁর দলের কর্মীরা সুরক্ষিত নন।
আরও পড়ুন: বিপদের নাম ইয়াস, বিপর্যয় মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভাও
লকেট জানান, ভোটের আগে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল তাঁকে। বিজেপি সাংসদের কথায়, “ভোটের আগে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল। কিন্তু ফল ঘোষণার পর আমার মনে হয়েছে আমি যখন মানুষকে নিরাপত্তা দিতে পারছি না, এই নিরাপত্তা নিয়ে কী করব। আমি তো সাংসদ হয়েছিলাম মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য।”
লকেট বলেন, “প্রচুর মহিলা আক্রান্ত, বাড়ি ফেরেননি। বাড়ি, সংসার ছেড়ে দূরে পড়ে রয়েছেন। আমি মুখ দেখাতে পারি না তাঁদের কাছে।” লকেটের সংযোজন, “আমার মনে হয়েছে, আগে আমি ওদের নিরাপত্তা দিই। তারপর ওরাই আমার নিরাপত্তা দেবে।”