Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, কোথায়-কোথায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি? জানাল হাওয়া অফিস

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 13, 2023 | 11:07 AM

West bengal Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে যাবে। এরপর সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।

Weather Update: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, কোথায়-কোথায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি? জানাল হাওয়া অফিস
কবে কোথায় বৃষ্টি? কী বলছে আবহাওয়া দফতর?
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: সকাল থেকে গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর। রাত্রিবেলা বৃষ্টি হলেও অস্বস্তি যেন কমছে না। তবে দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ফের ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যার পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। যার জেরে শুক্রবারের মধ্যে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে মনে করছেন আবহবীরা।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে চলেছে। এরপর সেটি শক্তি বাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে যাবে। এরপর সেটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের মাঝামাঝি স্থলভাগে প্রবেশ করবে।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া কলকাতা,হাওড়া,হুগলি সহ বেশ কয়েকটি জেলাতে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সপ্তাহন্তে শনি ও রবিবার হাওয়া বদল হতে পারে। শুক্রবারের মধ্যে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গ বৃষ্টিতে ভাসলেও উত্তরে এখনও বজায় থাকবে গরম। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি তেমন একটা কমবে না।

Next Article