Weather Update: বাংলা থেকে সরেছে নিম্নচাপ, রোদ উঠলেও দুর্যোগের হাত থেকে এখনই নেই নিস্তার! কেন বলছে হাওয়া অফিস

Weather Update: এদিন দিনভর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েক জেলায়। তবে তা চলবে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে।

Weather Update: বাংলা থেকে সরেছে নিম্নচাপ, রোদ উঠলেও দুর্যোগের হাত থেকে এখনই নেই নিস্তার! কেন বলছে হাওয়া অফিস
কী বলছে হাওয়া অফিস? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Jul 02, 2025 | 11:55 AM

কলকাতা: আগে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আবহাওয়ার কিছুটা উন্নতি দক্ষিণবঙ্গে। সকাল থেকেই দেখা মিলেছে রোদের। হাওয়া অফিস বলছে বুধবার সারাদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকেই ফের বদলাবে হাওয়া। রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা জেলায় জেলায়। শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। রবিবার ফের কমতে পারে বৃষ্টির দাপট। তবে আশার কথা এই যে কিছুটা হলেও গতি বাড়িয়ে বর্তমানে নিম্নচাপ বাংলা থেকে সরে ঝাড়খন্ডের উপর অবস্থান করছে। পাশাপাশি ঝাড়খন্ড, ছত্তিসগঢ় সংলগ্ন এলাকা দিয়ে দিঘা হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বর্ষার বৃষ্টিও চলবে পুরোদমে। 

এদিন দিনভর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কয়েক জেলায়। তবে তা চলবে বিক্ষিপ্তভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। রাত থেকেই ধীরে ধীরে ঘুরে যাবে খেলা। মেঘের চাদরে ঢাকা পড়বে আকাশ। বৃহস্পতিবার সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনাতে। কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

কেমন থাকবে কলকাতা? 

এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াল। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৮৩ থেকে ৯৫ শতাংশের মধ্যে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি থাকার কারণে রোদ উঠলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বৃষ্টি হয়েছে ১১.৭ মিলিমিটার। 

উত্তরেও বৃষ্টি 

বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উপরের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। শুক্রবারও একই ছবি। তবে বৃষ্টির গতি একটু কম থাকলেও থাকতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।