Monsoon in Bengal: ২২ মে নাগাদ আরব সাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ, পথ আটকাবে বর্ষার?

Monsoon in Bengal: শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের দাপট ভালই থাকবে।

Monsoon in Bengal: ২২ মে নাগাদ আরব সাগরে জন্ম নিচ্ছে নিম্নচাপ, পথ আটকাবে বর্ষার?
কী পূর্বাভাস হাওয়া অফিসের? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 18, 2025 | 5:24 PM

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকার

কলকাতা: গোটা আন্দামানেই ঢুকে পড়ল বর্ষা। আগেভাগে বর্ষা আসছে কেরলেও। আরব সাগরে শক্তিশালী নিম্নচাপের পূর্বাভাস মৌসম ভবনের। ২২ মে নাগাদ আরব সাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলছে হাওয়া অফিস। এই নিম্নচাপের টানেই দ্রুত বর্ষা ঢোকার আশা কেরলে। মে-র শেষ দিকে বঙ্গোপসাগরেও নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আপাতত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস গোটা বাংলায়। তাপের দাপট কমলেও, ভ্যাপসা গরম চলবে বলছে আলিপুর আবহাওয়া দফতর। 

শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। সকাল থেকে দুপুর পর্যন্ত গরমের দাপট ভালই থাকবে। পশ্চিমের ৫ জেলায় গরম ও অস্বস্তি বেশি। বিকেল ও রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির জেরেই তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবারের মধ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

শনিবার ও রবিবার অস্বস্তিকর গরম বেশি থাকবে বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দুই বর্ধমানে। কলকাতাতেও মেঘলা আকাশ থাকলেও গরম ভালই থাকবে। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উপরের ৫ জেলাতে। বৃহস্পতিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি বাকি জেলাতে।