Bay of Bengal: ২৭ মে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে কোনদিকে? বৃষ্টি কোথায় কোথায়

Bay of Bengal: চলতি মাসের মাঝামাঝি আন্দামান-নিকোবরে পা রেখেছে বর্ষা। মাস শেষেই কেরলে ঢুকছে। আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা আসছে সে রাজ্যে। ২-৩ দিনে মৌসুমি বায়ু ঢুকছে উত্তর-পূর্ব ভারতেও।

Bay of Bengal: ২৭ মে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে কোনদিকে? বৃষ্টি কোথায় কোথায়
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

May 22, 2025 | 5:20 PM

কলকাতা: আগামী সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস। হাওয়া অফিস বলছে জন্ম হতে পারে ২৭ মে। পরে আরও শক্তি বাড়াবে নিম্নচাপের। বৃহস্পতিবারের মধ্যে শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তার ফলে বর্ষা আসার আগেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। ২৮ মে দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। এরমধ্যে দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 

প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি আন্দামান-নিকোবরে পা রেখেছে বর্ষা। মাস শেষেই কেরলে ঢুকছে। আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা আসছে সে রাজ্যে। ২-৩ দিনে মৌসুমি বায়ু ঢুকছে উত্তর-পূর্ব ভারতেও। ফলে এবার যে গোটা দেশেই সময়ের বেশ খানিকটা আগে বর্ষা পা রাখছে তা আর বলার অপেক্ষা রাখে। তবে বর্ষার বৃষ্টি শুরুর আগে আপাতত রোজই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির ইঙ্গিত রাজ্যে। 

এদিন ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের ৩-৪ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। হাওয়া অফিস এও বলছে, আগামী সপ্তাহে ২৮ মে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির আশঙ্কা বুধবার থেকে।