
কলকাতা: মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা। প্রায় ৪০ মিনিট উড়ালপুলে রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন যুবক। পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটি গামী র্যাম্প দিয়ে অত্যন্ত দ্রুতগতি যাচ্ছিল বাইকটি। আচমকাই বাইকের চাকা স্কিট করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে তিনি ঘাড়ের কাছে মোবাইল রেখে কথা বলতে বলতে সেই অবস্থায় হেলমেট ছাড়া ঝড়ের গতিতে বাইক চালাচ্ছিলেন।
পথচারীরা জানাচ্ছেন, ভোরের দিকেই দুর্ঘটনা ঘটেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কীভাবে এতক্ষণ রাস্তায় ওপর পড়ে থাকল দেহ? মা উড়ালপুল আগাগোড়া সিসিটিভিতে মোড়া, উড়ালপুলের নীচে ট্র্যাফিক গার্ডও থাকেন। তা সত্ত্বেও দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় কীভাবে উড়ালপুলের ওপর পড়ে থাকল দেহ, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা যাচ্ছে, ঘটনার প্রায় ৪০ মিনিট পর পুলিশ আসে। যেখানে দেহ পড়ে ছিল, সেখান থেকে প্রায় ২০০ মিটার দূরে ছিটকে চলে যায় বাইকটি। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।