‘এখন দুর্দান্ত আছি’, জানালেন করোনা আক্রান্ত মদন মিত্র
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মদন মিত্র (Madan Mitra) লেখেন, 'আপনাদের নিরবিচ্ছিন্ন সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের জানাতে চাই আমি এখন দুর্দান্ত আছি।'
ফেসবুক পোস্টে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে মদন মিত্র লেখেন, ‘আপনাদের নিরবিচ্ছিন্ন সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের জানাতে চাই আমি এখন দুর্দান্ত আছি।’ তারপর মানুষের পাশে থাকার বার্তা দিয়ে কামারহাটির তৃণমূল প্রার্থী লেখেন, সবাই যেন কোভিড নিধি মেনে চলে ন।
প্রসঙ্গত, শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার দুপুরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় মদন মিত্রকে। উডবার্নে রাখা হয়েছে তৃণমূল নেতাকে। জানা যায় ব্লাড প্রেসারের সমস্যা হচ্ছিল। সোডিয়ামের মাত্রাতেও কিছুটা গোলমাল দেখা যায়। এরপরই এসএসকেএমের উডবার্নে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু পরে সেখান থেকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।
আরও পড়ুন: কলকাতায় অক্সিজেনের অভাবে প্রথম কাতরাতে কাতরাতে মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
এর মধ্যে জানা যায় করোনাতেও আক্রান্ত হয়েছেন মদন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়ায়। দল-মত-নির্বিশেষে বহু বিশিষ্ঠ ব্যক্তি মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দেন। এর মধ্যে কিছুটা স্থিতিশীল হন মদন। ক্রিটিক্যাল ওয়ার্ড থেকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তির করা হয়েছিল আগেই। এবার মদন নিজে জানালেন, তিনি এখন খুব ভালো আছেন। সেই সঙ্গে শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দিলেন ফেসবুকে।