Madan Mitra: ‘বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবে না…’, রামনবমীতে বিজেপিকে হুঁশিয়ারি মদনের, পাল্টা দিলীপের খোঁচা, ‘আগে সোজা হয়ে দাঁড়াও’
Madan Mitra: রীতিমতো চ্যালেঞ্জের সুরে মদন বলেন, "রামনবমীর দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্রের ময়দানের ফাইনাল ডে হিসাবে ধরতে চান, তাহলে রামনবমীর দিনটা কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম, তারিখ বলে দিলে তৃণমূল ইজ় রেডি টু ব্যাট।"

কলকাতা: রামনবমী উদযাপন নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রের। পবিত্র দিন নষ্ট করলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবেন না, হুমকি দিলেন মদন। তাঁর বক্তব্য, রামনবমী তো সবার, বিজেপির কে বলল? দল বললে রামনবমীর আগে পরে দিন রাত পাহারা দেব। দরকারে ভবানীপুরে, কামারহাটিতে পাহারা দেব। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বললেন মদন।
মদন মিত্রকে প্রশ্ন করা হয়েছিল, রামনবমীর দিন মদন মিত্র কী করবেন? উত্তরে মদন বলেন, “দল যা বলবে, তাই করব। ওরা বলেছে ৪৩ টা পয়েন্টে দাঙ্গা করবে। এমনিই মানুষ ৪৩ হাজার পয়েন্ট ঘিরে রেখে দেবে। দরকার হলে রামনবমীর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত আমরা ভবানীপুর, কামারহাটিতে দিনরাত পাহারা দেব। মিছিল করব। যাঁরা মিছিল করে যাবেন, তাঁদের জল দেব। রামনবমী তো আমাদের সবার। এটা বিজেপির কে বলল?”
রীতিমতো চ্যালেঞ্জের সুরে মদন বলেন, “রামনবমীর দিনটাকে যদি আপনারা কুরুক্ষেত্রের ময়দানের ফাইনাল ডে হিসাবে ধরতে চান, তাহলে রামনবমীর দিনটা কলুষিত করবেন না। এনি আদার ডে ইউ আর ওয়েলকাম, তারিখ বলে দিলে তৃণমূল ইজ় রেডি টু ব্যাট। রামনবমী সবাই করতে পারে, ৪৩ টা জায়গায় রেকি করেছি, তার মানে কি ওঁরা হুঙ্কার দিচ্ছেন? তৃণমূল তো এখনও বেঁচে রয়েছে। আপনারা পুজোর দিনগুলো নষ্ট করবেন, আর বিনা ধোলাইয়ে বাড়ি চলে যাবেন, এটা তো হতে পারে না।”
এদিকে, মদন মিত্রের ধোলাই দাওয়াইয়ের তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর হুঁশিয়ারি, “আগে সোজা হয়ে দাঁড়াও, তারপর দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করতে এসো। আগেও তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছি, আবারও নামব। কে কাকে ঘরে ঢোকায়, সেটা দেখব।”
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, তার আগে-আগে বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে রামনবমী পালনের হিড়িক পড়ছে তৃণমূলের।





