কলকাতা: আজ দিনভর বন্ধ থাকবে মাঝেরহাট ব্রিজ (Majherhat Bridge)। সাধারণ মানুষের চরম ভোগান্তির আশঙ্কা। জোকা-বিবাদী বাগ মেট্রো লাইন সম্প্রসারণের কাজের জন্য শনিবার রাত ১১টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে মাঝেরহাট ব্রিজ। আজ, রবিবার রাত ১২টা অবধি এই ব্রিজ বন্ধ থাকবে। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণার মধ্যে সংযোগকারী এই গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবর্তিত রুটেরও ব্যবস্থা করা হয়েছে।
মেট্রোরেল সূত্রে জানা গিয়েছে, জোকা থেকে বিবাদী বাগ অবধি মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ চলছে। মূলত মাঝেরহাট ব্রিজের পাশ দিয়ে যে মেট্রো লাইনটি তৈরি করা হচ্ছে, সেখানে লাইন সংযোগের জন্য গার্ডার বসানো হবে। এই কাজের জন্যই আজ দিনভর মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মোট তিনটি গার্ডার আনা হয়েছে। আজ সেগুলি হাইড্রোলিক মেশিনের মাধ্য়মে মেট্রোর স্তম্ভের উপরে বসানো হবে।
মাঝেরহাট ব্রিজ বন্ধ থাকায় কলকাতা ও দক্ষিণ ২৪ পরগণা থেকে আগত গাড়িগুলিকে অন্য রাস্তায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কলকাতা থেকে যে গাড়িগুলি দক্ষিণ ২৪ পরগণার দিকে যাচ্ছে, সেগুলিকে মোমিনপুর থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আলিপুর হয়ে গাড়িগুলি চেতলা রোড ধরে দুর্গাপুর ব্রিজে উঠবে।
অন্য়দিকে, দক্ষিণ ২৪ পরগণা থেকে যে সমস্ত গাড়ি আসছে, সেগুলিকে তারাতলা মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই গাড়িগুলি নিউ আলিপুর হয়ে দুর্গাপুর ব্রিজে উঠবে। অর্থাৎ মাঝেরহাট ব্রিজের বিকল্প হিসাবে আজ দিনভর মোমিনপুর-তারাতলা-চেতলা রুটটিকেই ব্য়বহার করা হবে। দুর্গাপুর ব্রিজ দিয়েই যাবতীয় যান চলাচল করানো হবে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আজ রবিবার বলে যানচলাচল তুলনামূলকভাবে কম থাকতে পারে, এই কথা ভেবেই আজ মেট্রোর গার্ডার বসানোর কাজের জন্য মাঝেরহাট ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।