Malda Murder: কারা মূল ‘মাথা’, কত লক্ষ টাকা সুপারি দিয়ে দুলালকে খুন করা হল…

Supriyo Guha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2025 | 6:41 PM

Malda Murder: প্রথমে দু'জনকে গ্রেফতার করা হয়েছিল শামি আখতার এবং টিঙ্কু ঘোষকে। ঘটনার দিন যে চারজন বাইকে গিয়েছিলেন, তাঁদের মধ্যে এই দু'জন ছিলেন। ওই রাতেই কাটিহার থেকে মহম্মদ আব্দুল গনি গ্রেফতার হয়। তিনি অস্ত্র সরবরাহ করেছিলেন বলে দাবি পুলিশের।

Malda Murder: কারা মূল মাথা, কত লক্ষ টাকা সুপারি দিয়ে দুলালকে খুন করা হল...
সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: দুলাল সরকার খুনের ঘটনায় একে একে সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। বুধবারই ওই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি ও অপরজন স্বপন শর্মা। রাজ্য পুলিশের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হল, গ্রেফতার হওয়া স্বপন শর্মা আদতে এক কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ ঘণ্টার পর ঘণ্টা জেরা করে তাঁদের কাছ থেকে একাধিক তথ্য জানতে পেরেছে। বুধবার বিকেলে সেই তথ্যই সাংবাদিক বৈঠকে উল্লেখ করলেন এডিজি আইন শৃঙ্খলা (দক্ষিণবঙ্গ) সুপ্রমিত সরকার।

প্রথমে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল শামি আখতার এবং টিঙ্কু ঘোষকে। ঘটনার দিন যে চারজন বাইকে গিয়েছিলেন, তাঁদের মধ্যে এই দু’জন ছিলেন। ওই রাতেই কাটিহার থেকে মহম্মদ আব্দুল গনি গ্রেফতার হয়। তিনি অস্ত্র সরবরাহ করেছিলেন বলে দাবি পুলিশের। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী ২৪ ঘন্টায় আরও দুজনকে গ্রেফতার করা হয়। একজন অভিজিৎ ঘোষ এবং অপরজন অমিত রজক। এরাও সার্বিক ঘটনার সঙ্গে যুক্ত।

এছাড়া মঙ্গলবার দুজনকে আটক করা হয়- নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। এরাই মূলচক্রী বলে এদিন দাবি করলেন সুপ্রতিম সরকার। তিনি জানিয়েছেন, ৫০ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল দুলাল সরকারকে খুন করার জন্য। পুলিশ জানিয়েছে, ধৃত স্বপন একজন কুখ্যাত দুষ্কৃতী, তাঁর বিরুদ্ধে পুরনো বহু মামলা আছে।

Next Article