Mamata Banerjee on INDIA Alliance: ‘আমাকে কেউ জানায়নি’, INDIA জোটের বৈঠকের খবরই নেই মমতা-অভিষেকের কাছে

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 04, 2023 | 7:22 PM

Mamata Banerjee on INDIA Alliance: ৬ ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার বৈঠক হবে। তিন রাজ্যে বিজেপির জয়ের পরই এই বৈঠক ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে বসবে বৈঠক। অথচ তৃণমূল নেতৃত্বের কাছে এ নিয়ে কোনো খবরই নেই।

Mamata Banerjee on INDIA Alliance: আমাকে কেউ জানায়নি, INDIA জোটের বৈঠকের খবরই নেই মমতা-অভিষেকের কাছে
বুধবার বসবে জোটের বৈঠক
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: জোটের বয়স কয়েক মাস। ঘটা করে একাধিক বৈঠক হয়েছে বিভিন্ন রাজ্যে। রাজনৈতির আদর্শগতভাবে মিল নেই, এমন নেতাদেরও দেখা গিয়েছে এক মঞ্চে। জোট ইন্ডিয়ার ১৪ জনের স্টিয়ারিং কমিটিতে অন্যতম সদস্য হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আবারও সেই জোটের বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, সেই খবরই নেই অভিষেকের কাছে। শুধু অভিষেক নন, খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও নাকি সেই খবর সম্পর্কে ওয়াকিবহাল নন। অর্থাৎ জোটের বৈঠকের খবরই নাকি পাননি তিনি। সোমবার ঘনিষ্ঠ মহলে এ কথা জানিয়েছেন বলে সূত্রের খবর।

৬ ডিসেম্বর অর্থাৎ আগামী বুধবার বৈঠক হবে। তিন রাজ্যে বিজেপির জয়ের পরই এই বৈঠক ডেকেছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার দিল্লিতে বসবে বৈঠক। অথচ তৃণমূল নেতৃত্বের কাছে এ নিয়ে কোনও খবরই নেই। এমনই দাবি সূত্রের। জোট ইন্ডিয়ার অন্যতম শরিক হওয়া সত্ত্বেও তৃণমূল কেন বৈঠকের কথা জানে না, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। দিল্লিতে তৃণমূলের মুখ বলে পরিচিত বহু নেতাই ঘনিষ্ঠ মহলে বলেছেন, এমন কোনও খবর জানা নেই তাঁদের। কেউ আবার বলেছেন, ‘শুনেছি।’ তবে এর থেকে বেশি কিছু নয়।

এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে মমতা এই প্রসঙ্গে বলেন, “কেউ আমাকে ফোনেও জানায় নি, আমি জানি না। আমার তো প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে ফেলেছি। আমাকে আগে জানালে আমি সেই মতো ব্যবস্থা করতাম। আর এখন বললেও তো কিছু করার নেই। আমি যখন জানি‌ই না, তাহলে আমার দলের কে যাবে সেই প্রশ্ন আসছে কী করে !”

উল্লেখ্য, তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে তৃণমূল বারবার বলছে, এটা কংগ্রেসের ব্যর্থতা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন সে কথা। বলেছেন, ‘এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়।’ তবে জোটের সঙ্গে সম্পর্কের ফাটলের কথা বলেননি কেউ। সোমবারও মমতা বলেছেন, আমার স্থির বিশ্বাস জোট ইন্ডিয়া একসঙ্গে কাজ করবে। একসঙ্গে সব দল ঝাঁপিয়ে পড়লে বিজেপিকে হারানো সম্ভব হবে বলেই মনে করে ঘাসফুল শিবির। তাহলে কেন তৃণমূলের ঘরে এল না বৈঠকের খবর?

Next Article