Madrasa Recruitment: সাগরদিঘি ফলের জের? মাদ্রাসায় ১৭২৯ পদে নিয়োগের ঘোষণা মমতার ক্যাবিনেটের

Raja Chatterjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 06, 2023 | 4:51 PM

Madrasa Recruitment West Bengal: সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের ব্যাপারে নজর দেওয়ার কথাও বলেছেন মমতা।

Madrasa Recruitment: সাগরদিঘি ফলের জের? মাদ্রাসায় ১৭২৯ পদে নিয়োগের ঘোষণা মমতার ক্যাবিনেটের
মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি ক্রমশ বেড়েছে। সাগরদিঘি (Sagardighi) উপ নির্বাচনের ফলাফলে সেই দুর্নীতির প্রভাব পড়েছে বলেও মনে করছেন কেউ কেউ। এছাড়া ভোটের ফল নিয়ে কাটাছেঁড়া করতে গিয়ে সংখ্যালঘু ক্ষোভের কথাও প্রকাশ্যে আসছে। এমন পরিস্থিতিতে মাদ্রাসায় একগুচ্ছ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হল রাজ্য মন্ত্রিসভায়। ১৭২৯ শূন্যপদে নিয়োগ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এছাড়া কৃষিতে ১২২ টি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ হবে, কোচবিহারে কেএলও ছেড়ে দেওয়া ২ জনকে ও ঝাড়গ্রামে মাওবাদ থেকে মূলস্রোতে ফেরা ২২ জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। পুরুলিয়ায় দুটি একলব্য মডেল স্কুল তৈরি হবে বলেও জানা গিয়েছে।

সম্প্রতি মাদ্রাসায় নিয়োগ নিয়েও বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। মাদ্রাসা বোর্ডের স্কুলগুলিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগ হয়নি বলেও অভিযোগ রয়েছে। আইএসএফ বিধায়ক TV9 বাংলার মুখোমুখি হয়ে সেই অভিযোগ সামনে এনেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, এমতাবস্থায় সাগরদিঘির ফলাফলের কথা মাথায় রেখে, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই অবিলম্বে নিয়োগের কথা ভাবছে রাজ্য সরকার।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের ব্যাপারে নজর দেওয়ার কথাও বলেছেন মমতা। সূত্রের খবর, তিনি বলেছেন, ‘আমরা ১২ বছরে সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি। তাহলে এমন একটা ফলাফল হল কেন?’ আর সেটা খতিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, জাকির হুসেন, ফিরহাদ হাকিম ও শোভনদেব চট্টোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কোনও ক্ষোভ রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এরই মধ্যে মাদ্রাসায় নিয়োগের সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Next Article
TMC MLA Idris Ali: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বললে জিভ কেটে নেওয়া হবে, নিদান ইদ্রিসের
Calcutta High Court: মৈত্র কমিটির সিদ্ধান্ত ‘ইতিহাস’ হয়ে থাকবে, সদস্য বদলের আর্জি ফেরালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়