Mamata on SIR: ভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা
West Bengal SIR: মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেই খসড়া তালিকার সঙ্গে প্রকাশিত হয়েছে নাম বাদের তালিকা। ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ছে গোটা বাংলায়। এবার শুনানি হবে।

কলকাতা: এসআইআর-এর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলির দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কত নাম বাদ পড়ল, তাতে কোন দলের উপর কী প্রভাব পড়বে, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। পরে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে, সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় ৪৫ হাজার নাম। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনেই জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কত নাম বাদ পড়ল ভবানীপুরে?
আপডেট হওয়া লিস্টে দেখা যাচ্ছে, ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। এর মধ্য়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ, মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ২৬০ নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে, ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন।
কেন বৈঠক?
মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে। সূত্রের খবর, তালিকা প্রকাশের পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের কাউন্সিলর ও বিএলএ ২।
মনে করা হচ্ছে, কাদের নাম বাদ পড়ল, তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা যায় ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টিতেই পিছিয়ে ছিল তৃণমূল।
