Mamata Banerjee on Sagardighi: সাগরদিঘির পরাজয়ে অবিচল মমতা, ‘সত্যি’ বলার জন্য ধন্যবাদ জানালেন অধীরকে

Mamata Banerjee on Sagardighi: সাগরদিঘিতে ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন জোট প্রার্থী বাইরন বিশ্বাস। সেই ফল প্রসঙ্গে এদিন মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি কাউকে দোষ দেব না।'

Mamata Banerjee on Sagardighi: সাগরদিঘির পরাজয়ে অবিচল মমতা, 'সত্যি' বলার জন্য ধন্যবাদ জানালেন অধীরকে
নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া মমতার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 4:34 PM

কলকাতা : সাগরদিঘি বিধানসভার উপ নির্বাচনে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। দীর্ঘদিন ধরে শাসক দল তৃণমূলের হাতে থাকা এই কেন্দ্রের ফলাফল পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরাজয় মেনে নিলেও, তাঁর দাবি আদতে এই ফলাফলে বাম-কংগ্রেসের নৈতিক পরাজয় হয়েছে। বৃহস্পতিবার ফল প্রকাশের পর মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, সাগরদিঘিতে বিজেপির ভোট গিয়েছে কংগ্রেসে। আর সেই সত্যিটা প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরী স্বীকার করে নিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

সাগরদিঘিতে ২৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন জোট প্রার্থী বাইরন বিশ্বাস। সেই ফল প্রসঙ্গে এদিন মমতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কাউকে দোষ দেব না। গণতন্ত্রে উত্থান-পতন থাকতেই পারে। তবে সাগরদিঘিতে একটা অনৈতিক জোট হয়েছে। বিজেপি তাদের ভোট কংগ্রেসকে দিয়েছে, আর সিপিএম জোটে আছে।’

বাম-কংগ্রেসের উদ্দেশে মমতা বলেন, ‘আমার একটাই প্রশ্ন, চুপচাপ করছেন কেন?’ তবে ‘সত্যিটা’ বলার জন্য অধীরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মমতার দাবি, অধীর নিজেই তাঁর বিবৃতিতে বলেছেন, সিপিএম ও বিজেপি কংগ্রেসকে সাহায্য করেছে। একই সঙ্গে মমতার দাবি, তাঁকে হারাতে সবাই সাম্প্রদায়িক রাজনীতির তাস খেলছে। এটা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

মমতার কথায়, এই ভোট থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা। এরপর আর কংগ্রেসের কথা বিশ্বাস করবে না বলেও উল্লেখ করেছেন তিনি। একদিকে জোট প্রার্থীর জয়ে যখন আশা দেখছে বাম ও কংগ্রেস, তখন তৃণমূল সুপ্রিমো মনে করিয়ে দিচ্ছেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনেও বাম-কংগ্রেস জোট হয়েছিল। তাতেও কিছুই করে দেখাতে পারেনি তারা। উল্লেখ্য, বাইরন বিশ্বাসের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে বলে ভোটের আগেও অভিযোগ তুলেছে তৃণমূল।