
কলকাতা: কেন্দ্রীয় সরকারের গাইডলাইন না মেনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নীল-সাদা রং করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই অভিযোগে আটকে দেওয়া হয়েছে জাতীয় স্বাস্থ্য মিশনের কোটি কোটি টাকা। রবিবারই রাজ্যকে চিঠি দিয়ে সেই রং-এর বিষয়ে আরও একবার শর্ত বুঝিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই রং বিতর্কের মাঝে আরও একবার নীল-সাদার পক্ষে ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই রঙের মধ্যে নেই কোনও রাজনীতি। নেহাতই আকাশের রঙের সঙ্গে রং মিলিয়ে এই রং বেছে নেওয়া হয়েছে।
বিধানসভার অন্দরে সোমবার এই প্রসঙ্গে মমতা স্পষ্ট জানান স্বাস্থ্যকেন্দ্রের রং নীল-সাদাই থাকবে। তাঁর দাবি রাজনৈতিক কারণেই এভাবে টাকা বন্ধ করা হয়েছে। রঙের বিষয়ে তাঁর বক্তব্য, আকাশের কোনও সীমা নেই, তাই এই রং বেছে নিয়েছেন তিনি। তাই বলে রং নিয়ে এভাবে রাজনীতি চলতে পারে না বলে মন্তব্য করেছেন মমতা। রং বদলাতে দেবেন না বলেই উল্লেখ করেছেন তিনি।
উল্লেখ্য, স্বাস্থ্য মিশনের ৭৮৮ কোটি টাকা আটকে আছে। কেন্দ্রকে সেই টাকা দেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিনকয়েক আগে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসে উত্তর।সেখানে কেন্দ্র স্পষ্ট করে দিয়েছে, জাতীয় স্বাস্থ্য কমিশনের শর্ত মেনে রং করা হয়নি। গাইডলাইনে হলুদ রঙের কথা বলা হয়েছিল। এছাড়া স্বাস্থ্যকেন্দ্রের নামকরণও রাজ্য নিজের মতো করেছে। সে কারণেই দেওয়া হচ্ছে না টাকা। যদিও আগেই মমতা দাবি করেছিলেন, এতগুলো স্বাস্থ্যকেন্দ্রের রং নীল-সাদা করতে গেলে খরচ হবে কয়েক কোটি টাকা। তাই রং বদল করা সম্ভব নয়।