Abhishek Banerjee: অভিষেকের জন্মের আগের নথি চাইছে ED! বিস্ফোরক দাবি মমতার

সৌরভ গুহ | Edited By: সায়নী জোয়ারদার

Oct 26, 2023 | 4:17 PM

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এক জিনিস জিজ্ঞাসা করে ওরা। এক পেপার। ৪২ বছর আগের কাগজ। আরে তখন তো অভিষেক জন্মায়ইনি। ৮৭-এ জন্ম অভিষেকের। এদিকে ওর বাবার কাছে কাগজ চাইছে ৪২ বছরের পুরনো। অভিষেকের বাবার কাছে তথ্য চাইছে অভিষেকের নামে। অথচ তা ৮১-৮২ সালের। ও তখনও জন্মায়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিত নাকি অন্য কিছু তো বোঝাই যাচ্ছে।" 

Abhishek Banerjee: অভিষেকের জন্মের আগের নথি চাইছে ED! বিস্ফোরক দাবি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতীকী চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, এমন নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে, যে নথি অভিষেকের জন্মের আগের।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এক জিনিস জিজ্ঞাসা করে ওরা। এক পেপার। ৪২ বছর আগের কাগজ। আরে তখন তো অভিষেক জন্মায়ইনি। ৮৭-এ জন্ম অভিষেকের। এদিকে ওর বাবার কাছে কাগজ চাইছে ৪২ বছরের পুরনো। অভিষেকের বাবার কাছে তথ্য চাইছে অভিষেকের নামে। অথচ তা ৮১-৮২ সালের। ও তখনও জন্মায়নি। এটা উদ্দেশ্যপ্রণোদিত নাকি অন্য কিছু তো বোঝাই যাচ্ছে।”

নিয়োগ দুর্নীতি মামলায় পুজোর আগেই ইডি দফতরে তলব করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। এরমধ্যে আদালতের নির্দেশ থাকার কারণে অভিষেককে হাজিরা দিতে হয়নি। হাজিরা দেননি লতা, অমিত। তবে ইডি দফতরে গিয়েছিলেন রুজিরা। মূলত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতারের পরই লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থা নজরে আসে তদন্তকারীদের। এই সংস্থার সিইও পদে আছেন অভিষেক। সংস্থার অন্যতম ডিরেক্টর পদে আছেন অমিত, লতা। সংস্থার নথি চাওয়া হয় বলেও সূত্রের খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজনৈতিকভাবে না পেরে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে উদ্দেশ্য চরিতার্থের চেষ্টা করছে বিজেপি।

Next Article