Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: ‘সব পোস্ত ড্রাগ নয়’, রাজ্যে পোস্ত চাষের অনুমতি চান মমতা

Mamata Banerjee: বাঙালির খাদ্যতালিকায় অন্যতম পছন্দের একটি জিনিস হল পোস্ত। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন বিরোধী শিবির বিজেপিকেও খোঁচা দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee: 'সব পোস্ত ড্রাগ নয়', রাজ্যে পোস্ত চাষের অনুমতি চান মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 7:41 PM

কলকাতা: রাজ্য বিধানসভায় খাদ্য ও সরবরাহ দফতরের তরফে জবাবি বক্তব্য পেশ করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। সেই সময় বিকেলে বিধানসভায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। রথীন ঘোষের বক্তব্য শেষ হওয়ার পর বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। সেই সময় রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে সরব হন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, ‘সব পোস্ত ড্রাগ নয়’। কেন্দ্র যাতে বাংলায় পোস্ত চাষের অনুমতি দেয়, সেই নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগে পোস্ত চাষের অনুমতি চেয়ে ৩ মার্চ কেন্দ্রকে চিঠিও দিয়েছে নবান্ন। এবার বিধানসভাতেও সেই পোস্ত চাষের অনুমতি পাওয়ার দাবিতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বাঙালির খাদ্যতালিকায় অন্যতম পছন্দের একটি জিনিস হল পোস্ত। আর সেই ইস্যুকেই হাতিয়ার করে এদিন বিরোধী শিবির বিজেপিকেও খোঁচা দেন মুখ্যমন্ত্রী।

বিরোধী শিবিরের তরফে যাতে কেন্দ্রের কাছে পোস্ত চাষের অনুমতি পাওয়ার জন্য লেখা হয়, সেই কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এদিন তিনি বলেন, ‘কি বিরোধী বন্ধুরা আপনারা তো খান। কেন্দ্রকে লিখুন। অন্য রাজ্যের থেকে আমাদের কিনতে হচ্ছে। কিছু ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিতে হয়। সব রাজ্য পোস্ত চাষ করার অনুমতি পেলে আমরা কেন পাব না?’

উল্লেখ্য, রাজ্যে পোস্ত চাষের অনুমতি না থাকার কারণে, বাজারে যে পোস্ত পাওয়া যায়, তার বেশিরভাগই অন্য রাজ্য থেকে কিংবা ভিন দেশ থেকে আসে। আর এসবের ফলে বাজারে পোস্তর দাম সবসময়ই বেশি থাকে। রাজ্যে পোস্তর চাষের অনুমতি পাওয়া গেলে সেই পোস্তর দাম বাজারে অনেকটাই কম হবে এবং তা মধ্যবিত্ত  নিম্নবিত্তদের নাগালের মধ্যেও চলে আসবে বলে মত ওয়াকিবহাল মহলের। এমন অবস্থায় সেই ইস্যুকেই হাতিয়ার করে এবার বিধানসভায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খোঁচা দিলেন বিরোধীদেরও। পোস্ত চাষের অনুমতির জন্য যাতে বিজেপি বিধায়করাও কেন্দ্রের কাছে সওয়াল করেন, সেই বার্তাও দেন মমতা।