Mamata Banerjee on Business: তাঁত থেকে টেরাকোটা! ভোটের আগে বাংলার ব্যবসায়ীদের জন্য বড় সিদ্ধান্ত মমতার
Mamata Banerjee on Business: আজ, বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই সম্মেলনেই একাধিক বার্তা দেন মমতা। ব্যবসায়ীদের কাজে যাতে কোনও অসুবিধা না হয়, সেই উদ্দেশেই একাধিক পদক্ষেপ করেছেন মমতা।

কলকাতা: শিল্প না ব্যবসা নিয়ে বারবার পশ্চিমবঙ্গকে সমালোচনার মুখে পড়তে হয়। বাংলায় শিল্পের ভবিষ্যৎ নিয়ে অনেক চর্চা চলে রাজনৈতিক মহলে। এবার বিধানসভা নির্বাচনের মুখে ব্যবসায়ীদের জন্য একাধিক পদক্ষেপের কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রফতানি থেকে বকেয়া টাকা পাওয়া, সব ক্ষেত্রেই ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার কথা বলা হয়েছে। আজ, বুধবার রাজ্যের ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই সম্মেলনেই একাধিক বার্তা দেন মমতা।
যে সব উদ্যোগ নিল রাজ্য:
১. কলকাতা ও শিলিগুড়িতে তৈরি হবে ‘ট্রেড এক্সপোর্ট ফেসিলিটি সেন্টার’। তাঁত থেকে হস্তশিল্প, টেরাকোটা, আন্তর্জাতিক বাজারে যা যা বিক্রি হয়, সেগুলি ওই এক্সপোর্ট ফেসিলিটি সেন্টারের মাধ্যমে বিক্রি করতে পারবেন ব্যবসায়ীরা।
২. বিজনেস টু বিজনেস হাব তৈরি হবে। জিআই ট্যাগ পাওয়া সব প্রোডাক্ট থাকবে সেখানে। পাশাপাশি প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং -এর উপর প্রশিক্ষণ দেওয়া হবে।
৩. ‘ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড’ স্থাপন করব। মাসে মাসে বৈঠক বসবে ও নিজেদের সমস্যা নিজেরাই মেটাবেন ব্যবসায়ীরা। সরকারি আধিকারিকরা সেখানে থাকবে। সিঙ্গল উইন্ডো ইন্টারফেস তৈরি হবে, যেখানে ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে গেলে দ্রুত সমাধান করা হবে। সব জেলার চেম্বারের সদস্যরা থাকবেন। জেলাশাসকও থাকবে। পুরুলিয়ায় ব্যবসা হলে, কলকাতা আসতে হবে না। সেখানে বসেই সমস্যা সমাধান করা যাবে।
৪. ‘ট্রেডস পোর্টাল’ চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরী হয়। ফলে বিনিয়োগ করতে অসুবিধা হয় ব্যবসায়ীদের। এই পোর্টালে মিলবে সমাধান। কাজ শেষ করার তথ্য পোর্টালে আপলোড করলে যে ৭২টি ব্যাঙ্ক যুক্ত আছে, সেগুলি ব্যবসায়ীদের ঠিক সময়ে টাকা দিয়ে দেবে। তাদের আপনাদের কাজ বন্ধ হবে না।
