কলকাতা: এবার কি দিল্লির পথে মমতা? সেই কর্মসূচিই কি ঘোষণা হতে চলেছে আগামী ২৩ নভেম্বর নেতাজি ইন্ডোরের সভায়? তৃণমূল সূত্রে খবর, এবার কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে চরম আন্দোলনের ডাক দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে বাংলা, একাধিক কর্মসূচি নিতে পারে রাজ্যের শাসকদল।
গত ২ অক্টোবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনেরই দিল্লিতে যাওয়ার কথা ছিল। তবে পায়ের সমস্যার জন্য দিল্লি যেতে পারেননি মমতা।
তবে এবার কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে দিল্লি অভিযানে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। একইসঙ্গে বাংলাজুড়ে লোকসভা ভোটের আগে এই ইস্যুতে তৃণমূল নিতে পারে একাধিক কর্মসূচিও। এই কর্মসূচিগুলিই ২৩ নভেম্বর মমতা নিজেই ঘোষণা করতে চলেছেন বলে দাবি সূত্রের। লোকসভা ভোটের আগে শাসকদল ঝাঁপাতে পারে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে।
এই সমাবেশকে গুরুত্ব দিয়ে তৎপরতা তুঙ্গে তৃণমূল শিবিরে। সূত্রের খবর, দুই প্রতিনিধি শিলিগুড়িতে রওনা দিয়েছেন। সেখান থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সভাপতির হাতে প্রতিনিধি কার্ড তুলে দেবেন তাঁরা। সই করে তুলতে হবে প্রতিনিধি কার্ড।
কারা কারা ইন্ডোর স্টেডিয়ামের ফ্লোরে বসবেন, আর কারা ব্যালকনিতে বসবেন তার উল্লেখ থাকবে এই প্রতিনিধি কার্ডে। আপাতত এই সভা ঘিরে তৎপর ভবানীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর দলীয় কার্যালয়।