কলকাতা: পঞ্চায়েতের সাফল্যের আবহে এবার ‘দিল্লি চলো’র ডাক। একুশের ধর্মতলা থেকেই বাজবে চব্বিশের নির্বাচনের বিউগল। ‘দিল্লি চলো’র ডাক আগেও দিয়েছে তৃণমূল। ২০১৪, ২০১৯ সালের ২১ জুলাইয়ের মঞ্চ সাক্ষী থেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই আহ্বানের। সেখান থেকে দিল্লির তখ্ত বদলের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তবে বিগত বছরগুলির তুলনায় এবছরের আবহটা অনেকটাই আলাদা। বহুদিন পর বিতর্ক, দূরত্ব ঠেলে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে এক মঞ্চে। সনিয়া গান্ধীর পাশের আসনে বসতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছিলেন রাহুল গান্ধীও। অর্থাৎ বিজেপি বিরোধী জোট নতুন করে সংঘবদ্ধ।
সামনে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। এনডিএ-এর বিরুদ্ধে ‘I.N.D.I.A’। নতুন নামে নতুন রাজনৈতিক যুদ্ধে নামতে চলেছে দেশের বহু ছোট বড় বিজেপি বিরোধী দল। আর এই আবহেই বাংলার প্রতি আর্থিক বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করতে চায় তৃণমূল। ১০ লক্ষ সমর্থক নিয়ে দিল্লি যাত্রার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার দিনক্ষণ ঘোষণার পালা। একুশের মঞ্চ থেকেই দিল্লি চলো অভিযানের ঘোষণা হতে পারে বলে সূত্রের দাবি।
অগস্ট নাকি সেপ্টেম্বর, কোন মাসে অভিষেকের নেতৃত্বে দিল্লি অভিযান? উত্তর দেবে একুশের ধর্মতলা। তৃণমূল বেড়েছে বহরে। একুশের মঞ্চে মেঘালয়, অসম, ত্রিপুরা, গোয়ার তৃণমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন বলেই রাজনৈতিক সূত্রে দাবি। সব রাজ্যের দলীয় কর্মী সমর্থক নিয়ে রাজধানী যাওয়ার ডাক দিতে চলেছে তৃণমূল।