Mamata Banerjee: ‘আমাকে কেউ জানায়নি’, রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উষ্মা মমতার গলায়

Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভারত ন্যায় যাত্রার প্রসঙ্গ তুলে বলেন, "ওরা যে র‍্যালি করেছে একবারও অ্যাজ অ্যা ম্যাটার অব কার্সি ইন্ডিয়ার অ্যালায়েন্স হিসাবে আমাকে জানিয়েছে? দিদি আপনার রাজ্যে যাচ্ছি? না জানায়নি। সুতরাং আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। তবে এখন কোনও চর্চা নেই।"

Mamata Banerjee: 'আমাকে কেউ জানায়নি', রাহুলের ন্যায় যাত্রা নিয়ে উষ্মা মমতার গলায়
মমতা বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধীর ফাইল চিত্র। Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 24, 2024 | 5:52 PM

কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে। তবে বুধবার বর্ধমান যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিলেন জোটের অঙ্ক। জানিয়ে দিলেন, বাংলায় একলাই চলবে তৃণমূল। একইসঙ্গে মমতা বলেন, রাজ্যে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা আসছে। অথচ তাঁদের কেউ কিছু জানায়নি। প্রসঙ্গত, এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ঘুরছেন। আগামিকাল ২৫ জানুয়ারি এই যাত্রা বাংলায় আসছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ন্যায় যাত্রার প্রসঙ্গ তুলে বলেন, “ওরা যে র‍্যালি করেছে একবারও অ্যাজ অ্যা ম্যাটার অব কার্সি ইন্ডিয়ার অ্যালায়েন্স হিসাবে আমাকে জানিয়েছে? দিদি আপনার রাজ্যে যাচ্ছি? না জানায়নি। সুতরাং আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। তবে এখন কোনও চর্চা নেই।”

তবে আজ মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ উগরে দিলেও মঙ্গলবারই রাহুল গান্ধী সুসম্পর্কের কথাই বলেছিলেন। রাহুলের বক্তব্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক খুবই ভাল। দলের সঙ্গেও সম্পর্ক ভাল।

রাহুল বলেছিলেন, “আমাদের যে আসন সমঝোতা তা নিয়ে আলোচনা চলছে। একটা সিদ্ধান্তে তো আসবেই। এটা নিয়ে এখন কিছু বলব না। তবে মমতাজির সঙ্গে আমার ব্যক্তিগত এবং দলের সম্পর্ক খুবই ভাল সম্পর্ক। কখনও কখনও ওনাদের কেউ কিছু বলে দেন, আমাদের কেউ কিছু বলে দেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এর জন্য কোনও কিছু বিঘ্নিত হবে এমন নয়।” অথচ রাহুলের এই মন্তব্যের ২৪ ঘণ্টা কাটেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কথা।