Mamata Banerjee: ‘ববির বউয়ের কাছে শুনলাম…’, ফিরহাদের বাড়িতে CBI কী করেছে, বললেন মমতা
Mamata Banerjee: এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রসঙ্গ তুলে বলেন, "ববির বউয়ের কাছে শুনছিলাম, বাড়িতে গিয়ে চিনির কৌটো, ঘিয়ের কৌটো উল্টে দিচ্ছে। তেলের কৌটোটাও উল্টে দিচ্ছে। একটা মেয়ের যদি ২৬-৩০ বছর বিয়ে হয়, পুজোর পোশাকও তো জমানো থাকে। বলছে, ছবি তুলছে ক'টা শাড়ি আছে, ক'টা কসমেটিক্স আছে। যা ইচ্ছে তাই করছে।"
কলকাতা: তদন্তের নামে হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে গিয়ে তল্লাশির নামে যা খুশি তাই করছে ইডি-সিবিআই, বৃহস্পতিবার এমনই কথা বলতে শোনা গেল তাঁকে। সম্প্রতি সিবিআই আধিকারিকরা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়েছিলেন। দীর্ঘ প্রায় সাড়ে ৯ ঘণ্টা ফিরহাদের চেতলার বাড়িতে ছিলেন তাঁরা। সিবিআইয়ের টিম বেরিয়ে যাওয়ার পরে রাগে-অভিমান উগরে ফিরহাদকে বলতে শোনা গিয়েছিল, “আমি কি চোর? বারবার আমাকে, আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে?”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই প্রসঙ্গ তুলে বলেন, “ববির বউয়ের কাছে শুনছিলাম, বাড়িতে গিয়ে চিনির কৌটো, ঘিয়ের কৌটো উল্টে দিচ্ছে। তেলের কৌটোটাও উল্টে দিচ্ছে। একটা মেয়ের যদি ২৬-৩০ বছর বিয়ে হয়, পুজোর পোশাকও তো জমানো থাকে। বলছে, ছবি তুলছে ক’টা শাড়ি আছে, ক’টা কসমেটিক্স আছে। যা ইচ্ছে তাই করছে।”
গত ৮ অক্টোবর সিবিআই হানা দেয় ফিরহাদ হাকিমের বাড়িতে। স্ত্রী ও মেয়েকে পাশে বসিয়ে সেদিনই ফিরহাদ বলেছিলেন, বারবার এভাবে তাঁদের সামাজিক সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ফিরহাদ জানিয়েছিলেন, গোটা বাড়ি তল্লাশি চালিয়েছে তদন্তকারী সংস্থা। সম্পত্তির দলিল দেখেছে। আইকার্ড, ভোটারকার্ড,প্যানকার্ড, পাসপোর্ট, আইটি রিটার্ন, সম্পত্তির দলিলের জেরক্স কপি নিয়ে গিয়েছে। এমনকী ঘরে যা যা গয়না আছে, তার তালিকাও নিয়ে গিয়েছে তারা। এদিন মমতা বলেন, “প্রতিদিন আমার মন্ত্রীর বাড়িতে ঝামেলা করছে। তাদের স্ত্রী, পরিবার সমস্যায় পড়ছে। এসব ‘ডার্টি পলিটিক্স’ ছাড়া আর কিছুই না, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।