Mamata Banerjee: ‘টাকা দিয়ে কিনে রাজনীতি করতে হলে, ছেড়ে দেব’, কংগ্রেস-বিজেপি আতাঁতের তত্ত্বে খোঁচা মমতার
Mamata Banerjee: বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'টাকা দিয়ে কিনে নেওয়ার বিষয়ে উনিই ভাল জানেন। উনি এই শিল্পের প্রথম থেকে লালন-পালন করেছেন। এই বিষয়ের উপর ওনার অভিজ্ঞতাই অনেক।'

কলকাতা: রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) সোমবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, ‘টাকা দিয়ে কাউকে কিনে নিয়ে আমি রাজনীতি করব না। আমি নৈতিকতার স্বার্থে রাজনীতি করি। এখন কংগ্রেস বিজেপির বি টিম। এখন আনাগোনা চলে।’ মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘টাকা দিয়ে কিনে রাজনীতি করতে হলে আমি ছেড়ে দেব।’ আর বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়েই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘টাকা দিয়ে কিনে নেওয়ার বিষয়ে উনিই ভাল জানেন। উনি এই শিল্পের প্রথম থেকে লালন-পালন করেছেন। এই বিষয়ের উপর ওনার অভিজ্ঞতাই অনেক।’
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যও মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, ‘কংগ্রেসের সঙ্গে বিজেপির অনেক তফাৎ রয়েছে। এই লড়াই শুধু রাজনীতির নয়, আদর্শ ও নীতির লড়াই। শুধু বিজেপি নয়, বিজেপি তৈরি করার জন্য যারা রাস্তা তৈরি করে দিয়েছিল, তাদের সঙ্গেও কংগ্রেসের বিস্তর ব্যবধান রয়েছে। কংগ্রেস কখনও বিজেপির কাছে আত্মসমর্পণ করেনি।’ মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রদীপ ভট্টাচার্যর পরামর্শ, তৃণমূল যেন নিজের ইতিহাসের দিকে চোখ রাখে। বললেন, ‘কতবার আপনারা আত্মসমর্পণ করেছেন (বিজেপির কাছে)? কতবার আপনারা বিজেপি পরিচালিত কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঢুকেছেন?’
প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের জয়ের পর থেকেই তৃণমূল শিবির কংগ্রেসের সঙ্গে বিজেপির আঁতাতের তত্ত্ব নিয়ে সরব হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী উপনির্বাচনের ফলাফলের পর বলেছিলেন, বিজেপি ভোটারদের একাংশও তৃণমূলকে হারাতে কংগ্রেসকে ভোট দিয়েছে। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই আক্রমণ শানাতে শুরু করেছে রাজ্যের শাসক দল। তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, ‘বিজেপি ভোট ট্রান্সফার করেছে কংগ্রেসকে। দেওয়া-নেওয়ার সম্পর্ক।’
এবার বিধানসভায় কংগ্রেস বিজেপির আঁতাতের তত্ত্ব নিয়ে ফের একবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসকে বিজেপির বি টিম বলেও খোঁচা দেন তিনি।





