কলকাতা: পায়ের পুরনো চোটের জায়গায় আবারও চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার এমনই জানালেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএমে আসেন। বিকেল ৪টে নাগাদ পৌঁছন তিনি। প্রায় সাড়ে ৭টা নাগাদ হাসপাতাল থেকে বের হন। চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ হাঁটুতে চোট আছে। গত সপ্তাহে এই চোট লেগেছে। তিন মাস আগেও এখানেই চোট লেগেছিল মমতার। সে সময় উত্তরবঙ্গ সফরে ছিলেন। কপ্টার-দুর্বিপাকে পায়ে, কোমরে চোট পান। হাঁটুতে ফের সেই জায়গাতেই চোট। আগামী ১০ দিন চলাফেরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে বলে জানান মণিময়বাবু।
চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বাঁ হাঁটুর জয়েন্টে খুবই ব্যথা। এমআরআই করা হয়েছে। সঙ্গে কিছু রক্তের পরীক্ষাও করানো হয়েছে। চিকিৎসক মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “কিছু মেডিক্যাল প্রসিডিওর-ও হয়েছে। মুখ্যমন্ত্রীকে কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হবে। মেডিক্যাল সুপারভিশন তো চলবেই। সঙ্গে আগামী ১০ দিন চলাফেরার ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে।”
পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হেলিপ্যাডে কপ্টার-দুর্বিপাকে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার ফেরার পর এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করানো হয় তাঁর। বাড়িতেও সে সময় বেশ কিছুদিন চিকিৎসকদের নজরদারিতে ছিলেন তিনি। এরইমধ্যে গত সপ্তাহে স্পেনে গিয়েছিলেন। চিকিৎসকরা জানান, এক সপ্তাহ আগে আবার পায়ে একই জায়গায় চোট পান মুখ্যমন্ত্রী। এদিন বিকালে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় তাঁর।