পূর্ব বর্ধমান: বিরুলিয়া বাজারে পায়ে আঘাত পাওয়া নিয়ে নন্দীগ্রামে প্রচারের শেষ পর্বে শুভেন্দুর নাম না করে তাঁর দিকেই আঙুল তুলেছিলেন মমতা। শুক্রবার তাঁর আঙুল ঘুরল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। মন্তেশ্বর থেকে মুখ্যমন্ত্রী চাঞ্চল্যকর দাবি করে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। আমি এর তীব্র বিরোধিতা করছি। আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। আমার পা চোট করে দিয়েছেন। এবার খুন করার প্ল্যান করবেন।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করেই এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গুণ্ডা ও দাঙ্গাবাজ বলে আক্রমণ করেন। তিনি বলেন, “বাইরের থেকে কাউকে পুলিশ সাজিয়ে নিয়ে আসা হচ্ছে। অমিত শাহ পুলিশদের বাজে কাজ করতে শেখান। নির্বাচন কমিশন নয়, অমিত শাহের দফতর থেকে সব নির্দেশ দেওয়া হচ্ছে।” মমতার দাবি, “আমি কেন্দ্রীয় ও রাজ্য পুলিশকে সম্মান করি। কিন্তু অমিত শাহকে আমি সমর্থন করি না। অমিত শাহ পুলিশকে বাজে কাজ করতে শেখায়। এরকম গুণ্ডা স্বরাষ্ট্রমন্ত্রী আমি জীবনে দেখিনি।”
এ দিন অমিত শাহকে ‘সবচেয়ে জঘন্য’ বলেও কটাক্ষ করেন মমতা। বিজেপিকে নিশানায় নিয়ে তিনি বলেন, “বিজেপি কাড়ি কাড়ি টাকা ছড়াচ্ছে। এত টাকা পায় কোথায় এরা! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে। হিসেব দেবেন। আমি জানি, এসব বলার পরেই আপনারা আমায় খুন করার চক্রান্ত করবেন। অলরেডি পা খোঁড়া করে দিয়েছেন। জেনে রাখুন আমি ভয় পাই না। আমি বাঘের বাচ্চার মতো লড়ব। দেখি আপনারা কী করেন। কেউ প্রতিবাদ না করলে আমি করবই।”
আরও পড়ুন: বঙ্গযুদ্ধ: চতুর্থ দফায় ভাগ্য পরীক্ষায় একাধিক হেভিওয়েট, জানুন ৪৪ টি আসনের হালহকিকত