‘মিশন হ্যাট্রিক’, হুইল চেয়ারে বসেই আজ রাজপথে নামছেন মমতা

Mar 14, 2021 | 11:56 AM

যে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পদযাত্রায় পাহাড় থেকে সমতলে ঝড় তোলেন, এবার বোধহয় সে ছবিতে খানিক বদল আসবে।

Follow Us

কলকাতা: চোটের পর প্রথম প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামের বিরুলিয়ায় জখম হওয়ার পর রবিবারই রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেই হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেবেন মমতা।

বাংলার মসনদ দখলের লড়াই জমজমাট। প্রথম দফার ভোটের আগে মাঝে আর একটা সপ্তাহ পুরো পাওয়া যাচ্ছে। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি। গত বুধবারই নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আহত হন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা হাসপাতালেও থাকতে হয় তাঁকে। শুক্রবারই বাড়ি ফিরেছেন তিনি। মাঝে একটা দিন বিশ্রাম নিয়ে রবিবার থেকে ফের ভোটের ময়দানে।

তবে আগামী কয়েকদিন একটু অন্যভাবেই দেখা যাবে তৃণমূলের এই ‘লড়াকু’ নেত্রীকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় পাহাড় থেকে সমতলে ঝড় তোলেন, এবার বোধহয় সে ছবিতে খানিক বদল আসবে। প্রথমবার এমন দৃশ্য দেখবে বাংলা। হুইল চেয়ারে বসে মমতার প্রচারে রাজনৈতিক প্রভাব কতটা পড়বে তা নিয়েও ইতিমধ্যেই হিসেবনিকেষ শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা।

কলকাতা: চোটের পর প্রথম প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নন্দীগ্রামের বিরুলিয়ায় জখম হওয়ার পর রবিবারই রাজপথে নামছেন তৃণমূল সুপ্রিমো। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানেই হুইল চেয়ারে বসে নেতৃত্ব দেবেন মমতা।

বাংলার মসনদ দখলের লড়াই জমজমাট। প্রথম দফার ভোটের আগে মাঝে আর একটা সপ্তাহ পুরো পাওয়া যাচ্ছে। প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে চাইছে রাজনৈতিক দলগুলি। গত বুধবারই নন্দীগ্রামে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আহত হন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা হাসপাতালেও থাকতে হয় তাঁকে। শুক্রবারই বাড়ি ফিরেছেন তিনি। মাঝে একটা দিন বিশ্রাম নিয়ে রবিবার থেকে ফের ভোটের ময়দানে।

তবে আগামী কয়েকদিন একটু অন্যভাবেই দেখা যাবে তৃণমূলের এই ‘লড়াকু’ নেত্রীকে। যে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রায় পাহাড় থেকে সমতলে ঝড় তোলেন, এবার বোধহয় সে ছবিতে খানিক বদল আসবে। প্রথমবার এমন দৃশ্য দেখবে বাংলা। হুইল চেয়ারে বসে মমতার প্রচারে রাজনৈতিক প্রভাব কতটা পড়বে তা নিয়েও ইতিমধ্যেই হিসেবনিকেষ শুরু করে দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Next Article