Joint Entrance Result: জয়েন্টের ফলপ্রকাশ, মন খারাপ করতে নিষেধ করলেন মমতা

Joint Entrance Result: মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হয়েছে। তিনি লিখেছেন, "আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।"

Joint Entrance Result: জয়েন্টের ফলপ্রকাশ, মন খারাপ করতে নিষেধ করলেন মমতা
Image Credit source: TV9 Bangla

Aug 22, 2025 | 3:23 PM

কলকাতা: দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে প্রকাশ হল জয়েন্ট এন্ট্রান্সের ফল। বহু পরীক্ষার্থী অপেক্ষায় ছিলেন। আজ, শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর ফল প্রকাশ ও কাউন্সেলিং-এ আর কোনও বাধা নেই। এদিন দুপুর দেড়টা নাগাদ ফল প্রকাশ করেছে বোর্ড। তারপরই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, “রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অভিভাবক ও শিক্ষকদেরও জানাই অভিনন্দন।” এবার জয়েন্ট এন্ট্রান্স দিয়েছিল ১ লক্ষ ১ হাজার ৬৪৩ পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ১ লক্ষ ৫০২ জন। পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সফল পরীক্ষার্থী ৯৬.৬৪ শতাংশ, মেয়েদের পাশের হার ৯৮.৬৮ শতাংশ। যারা কৃতকার্য হল না, তাদের মন খারাপ না করতে বলেছেন মমতা।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “যারা কোনও কারণে ভাল ফল করতে পারনি, তাদের মন খারাপ না করে ভবিষ্যতে যাতে ভাল হয়, তাহলে তার প্রস্তুতি নিতে বলব।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যান্য বারের তুলনায় এবার একটু দেরি হয়েছে। তিনি লিখেছেন, “আমি বিশ্বাস রাখি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আগামীর দিনগুলিতে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে।”

উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পর আপাতত ভর্তি প্রক্রিয়ায় আর কোনও বাধা নেই। ফলপ্রকাশ ও ভর্তিতে কোনও বাধা নেই বলেই মনে করছে রাজ‍্য। কাউন্সেলিং-এর তালিকাও প্রকাশ হতে দ্রুত।