Shocking: বেহালায় বাবার হাতেই ‘ধর্ষিতা’ নাবালিকা, একবার, বার বার!

Souvik Sarkar | Edited By: Soumya Saha

Dec 28, 2023 | 11:19 PM

Physical Harassment: অভিযোগ, গত দু'মাস ধরে একাধিকবার বাবার হাতে ধর্ষিতা হয়েছে ১৩ বছর বয়সি ওই কিশোরী। শিউরে ওঠার মতো এই নারকীয় ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালায় পর্ণশ্রী থানা এলাকায়। ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নাবালিকা। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

Shocking: বেহালায় বাবার হাতেই ধর্ষিতা নাবালিকা, একবার, বার বার!
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: এনসিআরবির রিপোর্ট বলছে, দেশের মধ্যে নিরাপদতম শহর কলকাতা। আর সেই খাস কলকাতাতেই ভয়ঙ্কর অভিযোগ। বাবার হাতে ‘ধর্ষিতা’ মেয়ে। একবার, দু’বার নয়… বার বার নিজের বাবার পৈশাচিক লালসার শিকার হয়েছে নাবালিকা। অভিযোগ, গত দু’মাস ধরে একাধিকবার বাবার হাতে ধর্ষিতা হয়েছে ১৩ বছর বয়সি ওই কিশোরী। শিউরে ওঠার মতো এই নারকীয় ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালায় পর্ণশ্রী থানা এলাকায়। ইতিমধ্যেই পর্ণশ্রী থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নাবালিকা। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি পদক্ষেপ করেছে পুলিশও। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাবাকে।

দিনের পর দিন ধরে নাবালিকার উপর এই অত্যাচার চালিয়ে যাচ্ছিল তার বাবা। অভিযুক্তর দুই মেয়ে। নির্যাতিতা কিশোরীই বড় মেয়ে। বোনের বয়স সাত বছর। বাবার পাশবিক অত্যাচার শুরুর দিকে মুখ বুজে সহ্য করে নিলেও, এবার আর চুপ থাকেনি নাবালিকা। বৃহস্পতিবারই সাহস নিয়ে পর্ণশ্রী থানার পুলিশের কাছে গিয়ে বাবার অত্যাচারের কথা জানিয়েছে। নির্যাতিতা নাবালিকা পুলিশকে জানিয়েছে, তাদের মা এখন বাড়িতে থাকেন না। বাবার সঙ্গে তুমুল ঝামেলার পর চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন মা। তারপর থেকে প্রায় দু’মাস ধরে দুই মেয়ে বাবার সঙ্গেই থাকছিল।

নির্যাতিতা কিশোরীর অভিযোগ, গত দু’মাস ধরে একাধিকবার বাবার হাতে ধর্ষিতা হয়েছে সে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে পর্ণশ্রী থানার পুলিশ। পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই নাবালিকার অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে নিয়েছে পুলিশ। তবে বৃহস্পতিবারের এই পৈশাচিক ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল নারীদের সুরক্ষা নিয়ে।

Next Article