Fraud: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, কলকাতায় গ্রেফতার ব্যক্তি

Fraud Case: হেস্টিংস থানা এলাকায় এক ব্যক্তিকে টাকা দেওয়ার টোপ দিলে তিনি আসতেই গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত মহম্মদ সাজাদা গার্ডেনরিচের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হলেও মূল মাথা এখনও অধরা।

Fraud: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, কলকাতায় গ্রেফতার ব্যক্তি
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: সঞ্জয় পাইকার

May 05, 2025 | 12:10 AM

কলকাতা: সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ সাজাদা। হেস্টিংস থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এই প্রতারণা চক্রের মূল মাথা এখনও অধরা বলে পুলিশ জানিয়েছে।

আমিদ নামে উত্তরপ্রদেশের এক বাসিন্দা ও তাঁর বন্ধুদের সঙ্গে পরিচয় হয় এক ব্যক্তির। তাঁদের বলা হয়, মেজর পদমর্যাদা অফিসারের তরফে কোটায় বেশ কিছু চাকরি দেওয়া হবে সেনাবাহিনীতে। তার জন্য উপযুক্ত নথি ও টাকা লাগবে। অভিযোগকারী ও তাঁর বন্ধুদের কলকাতায় ময়দান চত্বরে এসে দেখা করতে বলা হয়। তখন সেনাবাহিনীর পোশাক পরে গাড়ির মধ্যে বসে এক ব্যক্তি বলেন, টাকা দিলেই চাকরি হবে। পরে সেই পোশাক ও কথা বলার ধরন দেখে বিশ্বাস করে প্রায় ৬ লক্ষ টাকা দেওয়া হয়।

যদিও এই টাকা দেওয়ার পরে অভিযোগকারী তাঁর পরিচিত সেনাবাহিনীর কর্মীকে পুরো বিষয়টি জানান। তখন খতিয়ে দেখে বলা হয়, এটি প্রতারণার ছক। তারপর হেস্টিংস থানায় অভিযোগ জানানো হয়। তার মধ্যেই অভিযুক্ত বলেন, বাকি টাকা না দিলে চাকরি হবে না। হেস্টিংস থানা এলাকায় এক ব্যক্তিকে টাকা দেওয়ার টোপ দিলে তিনি আসতেই গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত মহম্মদ সাজাদা গার্ডেনরিচের বাসিন্দা। তাঁকে গ্রেফতার করা হলেও মূল মাথা এখনও অধরা। পুলিশ সূত্রে খবর, এই অভিযুক্ত শুধুমাত্র প্রতারণার কাজই করেন। অন্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।