Aadhaar Fraud: ফের সেই বায়োমেট্রিক ক্লোন, অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল বেহালার সমীরবাবুর

Souvik Sarkar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 24, 2023 | 7:50 AM

Aadhaar Fraud: এসএমএস-এর মাধ্যমে সমীরবাবু জানতে পারেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা আইনুল ইসলাম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই ১০ হাজার টাকা চলে গিয়েছে। এরপর তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন।

Aadhaar Fraud: ফের সেই বায়োমেট্রিক ক্লোন, অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া গেল বেহালার সমীরবাবুর
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

বেহালা: বাঁশদ্রোণী থেকে রায়গঞ্জ, মহেশতলা থেকে মুর্শিদাবাদ, সর্বত্র একই ঘটনা। প্রায় প্রতিদিন উঠে আসছে একের পর এক অভিযোগ। কোনও লেনদেন না করা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। কোনও ওটিপি বা লিঙ্ক পাঠানো হয় না, কোনও ভুয়ো ফোনও আসে না, তা সত্ত্বেও গ্রাহকের অজান্তে কেউ অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। এবার একই অভিযোগ উঠল বেহালার জয়শ্রী পার্কে। সমীর বাউর নামে এক ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন সমীরবাবু। তাঁর অভিযোগ, বায়োমেট্রিক ক্লোন করে টাকা তোলা হয়েছে।

বেহালার সমীরবাবুর ফোনে আচমকাই একটি মেসেজ আসে সম্প্রতি। দেখা যায়, তাঁর অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে ১০ হাজার টাকা। এসএমএস-এর মাধ্যমে সমীরবাবু জানতে পারেন উত্তর ২৪ পরগনার বাসিন্দা আইনুল ইসলাম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে ওই ১০ হাজার টাকা চলে গিয়েছে। এরপর তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। ব্যাঙ্ক থেকে বলা হয়, আধার কার্ডের বায়োমেট্রিকের মাধ্যমেই টাকাটা ডেবিট হয়েছে।

এরপরই বেহালা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন সমীর বাউরি। থানা থেকে তাঁকে জানানো হয়, সাইবার ক্রাইম থানা থেকে যোগাযোগ করা হবে। সমীরবাবুর অভিযোগ, প্রায় ২৫ দিন কেটে গেলেও সাইবার ক্রাইম থানা থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি। সমীর বাবু জানিয়েছেন, তিন থেকে চার মাস আগে রেশন কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছিলেন তিনি। তারপর আর কোনও জায়গায় বায়োমেট্রিক ব্যবহার করেননি। তবে এভাবে টাকা খোয়া যাওয়ায় আতঙ্কে রয়েছেন সমীরবাবু ও তাঁর স্ত্রী।

Next Article