Manas Bhunia: কসবা-কাণ্ডের কথা বলিনি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: মানস ভুঁইয়া

Manas Bhunia: কসবা গণধর্ষণ-কাণ্ডের আবহে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন তোলেন বিরোধীরাও। পরে সাংবাদিক বৈঠক করে মানস ভুঁইয়া বলেন, "কসবা প্রসঙ্গে ছোট ঘটনা কখনও বলিনি। স্বাস্থ্য ক্ষেত্রের ঘটনার কথা বলেছি।

Manas Bhunia: কসবা-কাণ্ডের কথা বলিনি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: মানস ভুঁইয়া

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 01, 2025 | 4:24 PM

কলকাতা: কসবার ঘটনার নিন্দা করি। খারাপ কাজকে আমি কখনও সমর্থন করি না। আমার কথা বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। মঙ্গলবার দুপুরে চিকিৎসকদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলায় ছোট্ট ঘটনা ঘটলেও গেল গেল রব তৈরি হয়।’ তবে কোন ঘটনা প্রসঙ্গে বলেন, তা স্পষ্ট করেননি।

পরে অনুষ্ঠান শেষে TV9 বাংলার সাংবাদিক মন্ত্রীকে প্রশ্ন করেন, ‘কোনটা ছোট ঘটনা?’ উত্তরে মন্ত্রী বলেন, ‘সবটাই’। তিনি আরও বলেন, “সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মুখ্য়মন্ত্রী কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন কি না। আরজি করের ঘটনায় মমতা বন্দ্য়োপাধ্য়ায় যা অ্যাকশন নিয়েছেন, তখন সিবিআই তার বাইরে এক ইঞ্চি এগোতে পারেনি।”

কসবা গণধর্ষণ-কাণ্ডের আবহে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন তোলেন বিরোধীরাও। পরে সাংবাদিক বৈঠক করে মানস ভুঁইয়া বলেন, “কসবা প্রসঙ্গে ছোট ঘটনা কখনও বলিনি। স্বাস্থ্য ক্ষেত্রের ঘটনার কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কত ভাল কাজ করেছেন, সেটা বলেছি। আমি বেরিয়ে আসার সময় সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন, কোনটা ছোট ঘটনা? আমি কখনই কসবার কথা বলিনি।” প্রয়োজনে আইনি পদক্ষেপ করবেন বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, কসবা প্রসঙ্গে মন্তব্য করেননি তিনি, অযথা জুড়ে দেওয়া হয়েছে।