শহরের অজানা ‘অরণ্যদেব’

aryama das

|

Updated on: Dec 30, 2020 | 7:08 PM

মাঝেরহাট ব্রিজের পাশে দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করেছেন পাখি-প্রজাপতির আস্তানা: নিজের হাতে তৈরি করা অরণ্য।

মন্টু হাইত। পেশায় উকিল। মাঝেরহাট ব্রিজের পাশে এক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করেছেন পাখি-প্রজাপতির আস্তানা। তাঁকে তাই এই শহরের ‘অরণ্য়দেব’ বলাই চলে। বিভিন্ন পাখি-প্রজাপতি আসে এবং নিশ্চিন্তে বসবাস করে সেখানে। এক শেয়াল দম্পতিকেও ঘুরে বেড়াতে দেখা যায় ‘অরণ্য়দেব’-এর আস্তানায়। ছোট-ছোট গাছ রয়েছে, যেগুলিতে এসে বসে প্রজাপতির দল। সংলগ্ন ৫ কিলোমিটারের মধ্যে থাকা মানুষের জন্য অক্সিজেন আসে ‘অরণ্যদেব’-এর আস্তানার সৌজন্যে। প্রাতর্ভ্রমণে আসা অনেকে ঘুরে দেখে যান পাখি-প্রজাপতির এই আস্তানা। শীতের সকালে আপনিও একবার দেখে আসবেন নাকি?

Published on: Dec 30, 2020 01:59 PM