শহরের অজানা ‘অরণ্যদেব’
মাঝেরহাট ব্রিজের পাশে দীর্ঘ এক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করেছেন পাখি-প্রজাপতির আস্তানা: নিজের হাতে তৈরি করা অরণ্য।
মন্টু হাইত। পেশায় উকিল। মাঝেরহাট ব্রিজের পাশে এক কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করেছেন পাখি-প্রজাপতির আস্তানা। তাঁকে তাই এই শহরের ‘অরণ্য়দেব’ বলাই চলে। বিভিন্ন পাখি-প্রজাপতি আসে এবং নিশ্চিন্তে বসবাস করে সেখানে। এক শেয়াল দম্পতিকেও ঘুরে বেড়াতে দেখা যায় ‘অরণ্য়দেব’-এর আস্তানায়। ছোট-ছোট গাছ রয়েছে, যেগুলিতে এসে বসে প্রজাপতির দল। সংলগ্ন ৫ কিলোমিটারের মধ্যে থাকা মানুষের জন্য অক্সিজেন আসে ‘অরণ্যদেব’-এর আস্তানার সৌজন্যে। প্রাতর্ভ্রমণে আসা অনেকে ঘুরে দেখে যান পাখি-প্রজাপতির এই আস্তানা। শীতের সকালে আপনিও একবার দেখে আসবেন নাকি?
Published on: Dec 30, 2020 01:59 PM
Latest Videos
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার