West Bengal Assembly Election 2021: ‘আমরা খেলা হবে বলছি না, বলছি লড়াই করতে হবে’
আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য বলেন, “আমরা খেলা হবে বলছি না। আমরা বলছি লড়াই করতে হবে। বাংলা কর্পোরেটতন্ত্র চায় না। বাংলা গণতন্ত্র চায়। সংকটগ্রস্ত পুঁজিবাদ। এই পুঁজিবাদ বাংলা চায় না। আমার মন কী বাত হল আমি প্রশ্ন করতে চাই। আজ প্রশ্ন করার সুষোগ নেই। প্রশ্ন করতে দেওয়া হচ্ছে। মোদী ফ্যাসিবাদের প্রসার ঘটাচ্ছেন। তাঁকে সহযোগিতা করছে আরএসএস। […]
আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য বলেন, “আমরা খেলা হবে বলছি না। আমরা বলছি লড়াই করতে হবে। বাংলা কর্পোরেটতন্ত্র চায় না। বাংলা গণতন্ত্র চায়। সংকটগ্রস্ত পুঁজিবাদ। এই পুঁজিবাদ বাংলা চায় না। আমার মন কী বাত হল আমি প্রশ্ন করতে চাই। আজ প্রশ্ন করার সুষোগ নেই। প্রশ্ন করতে দেওয়া হচ্ছে। মোদী ফ্যাসিবাদের প্রসার ঘটাচ্ছেন। তাঁকে সহযোগিতা করছে আরএসএস। দেশের সম্পদ বিক্রি করা হচ্ছে।”
Published on: Feb 28, 2021 03:54 PM