Maoist Leader Kishore: ‘খুন-হামলা করার ক্ষমতা আছে এ রাজ্যের মাওবাদীদের’, কিশোরকে জেরায় মিলল কোন ইঙ্গিত?

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 17, 2024 | 6:30 PM

Maoist Leader Kishore: সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় একটি গোপন বৈঠক হয় মাওবাদীদের। সেখানেই ভুল করে ফেলে যাওয়া পেন ড্রাইভ থেকেই তাঁর হদিশ পেয়েছে পুলিশ, আক্ষেপ করেই এ কথা বলেছেন কিশোর। এ রাজ্যে সংগঠনের অবস্থার কথাও শোনা গিয়েছে তাঁর মুখে।

Maoist Leader Kishore: খুন-হামলা করার ক্ষমতা আছে এ রাজ্যের মাওবাদীদের, কিশোরকে জেরায় মিলল কোন ইঙ্গিত?
মাওবাদী নেতা কিশোর
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: মাওবাদী নেতা সব্যসাচী গোস্বামী ওরফে কিশোরের হাত ধরেই যে ক্রমশ মাথা তুলছিল রাজ্যের মাওবাদী সংগঠন, সেই খবর থাকলেও অধরা ছিলেন তিনি। এবার একটা ছোট্ট ভুলেই ধরা পড়ে গিয়েছেন। তা নিয়ে নাকি পুলিশি জেরায় আক্ষেপও করেছেন কিশোর। তবে ধরা পড়ার পরও সংগঠন নিয়ে বিশেষ মাথা ব্যাথা নেই তাঁর। সূত্রের খবর, জেরায় ওই মাও নেতা দাবি করেছেন, সংগঠনের যে কাজ তাঁর হাতে ছিল, তা তিনি শেষ করে এসেছেন। তাঁর অনুপস্থিতিতে কে দায়িত্ব নেবে, সেটাও বুঝিয়ে দিয়ে এসেছেন তিনি।

গোয়েন্দাদের দাবি, কিশোর ইঙ্গিত দিয়েছেন কিষেনজির মৃত্যুর পর গত পাঁচ বছরে মাওবাদীদের সাংগঠনিক যে ক্ষতি হয়েছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে ওই সংগঠন। লালগড়ের সন্ত্রাস প্রসঙ্গে কিশোরের দাবি, প্রয়োজনে হত্যা বা হামলা করার ক্ষমতা এ রাজ্যের মাওবাদীদের রয়েছে, কিন্তু অকারণে খুনের রাজনীতি তিনি চান না। সূত্রের খবর, জেরায় এক বিশেষ বৈঠকের কথা উল্লেখ করেছেন ওই মাও শীর্ষ নেতা। কিষেনজির মৃত্যুর পর যে রিভিউ বৈঠক হয়েছিল। কেন্দ্রীয় কমিটির ওই রিভিউ বৈঠক প্রসঙ্গে কিশোর বলেছেন, ‘ওই বৈঠকের পর থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও খুন করেননি মাওবাদীরা।’

সম্প্রতি বাঁকুড়ার সারেঙ্গায় একটি গোপন বৈঠক হয় মাওবাদীদের। সেখানেই ভুল করে ফেলে যাওয়া পেন ড্রাইভ থেকেই তাঁর হদিশ পেয়েছে পুলিশ, আক্ষেপ করেই এ কথা বলেছেন কিশোর। গোয়েন্দাদের জেরার মুখে কিশোরের দাবি, ২০১৮ সালে কেন্দ্রীয় কমিটিতে তাঁর নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব প্রথমে যায় পূর্বাঞ্চলীয় রিজিওনাল কমিটি থেকে। শেষ পর্যন্ত বাসবরাজ গণপথির জায়গায় দলের দায়িত্ব নেওয়ার পর ২০২১ সালে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত হন এই মাও নেতা কিশোর। কিশোর ধরা পরার পর আপাতত নেতৃত্বে কারা থাকছে, কী তাঁদের পরিকল্পনা, তা নিয়ে এখনও মুখ খোলেননি এই মাওবাদী নেতা।

Next Article