কলকাতা: গত কয়েকদিন ধরেই বাজারে সবজির দাম বাড়ছে। হাত ছোঁয়ালেই বোঝা যাচ্ছে, পকেটে ঠিক কতটা টান পড়ছে। চাল-ডালের দামও যে খুব একটা নিয়ন্ত্রণে আছে, তা নয়। কলকাতার বাজারে সবজির যা দাম, তাতে রান্না করাই দায়। ক্রেতারা বাজারের ব্যাগ ভর্তি করতে পারছেন না। মানিকতলা বাজারে এক ক্রেতা বলেন, ‘কী আর করব, দাম তো কমছে না, আমরাই কম খাচ্ছি।’ আর এক ক্রেতা বলেন, “যেভাবে দাম বাড়ছে, কী করে যে সংসার চালাব জানি না।” এই অবস্থায় সরকারি সাহায্য চাইছেন অনেকেই।
আজ, মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক ডেকেছেন এই বিষয়ে। দাম নিয়ে পর্যালোচনা করতে চান তিনি। সমাধানের উপায় খুঁজতে বাজার কমিটির সঙ্গে কথা বলবেন তিনি।
সবজি (প্রতি কেজি)-
জ্যোতি আলু- ৩৫ টাকা।
চন্দ্রমুখী আলু- ৪০ টাকা কেজি।
বেগুন- ১৫০ থেকে ২০০ টাকা।
পটল- ৫০ টাকা।
কাঁচা লঙ্কা- ১৫০ টাকা।
টমেটো- ৮০ আশি টাকা
ঢেঁড়শ- ৬০ টাকা।
বিন- ৩০০ টাকা।
শসা- ৮০ টাকা।
করোলা- ৮০ টাকা।
পেঁপে- ৫০ টাকা।
রসুন- ৩০০ টাকা।
আদা- ২২০ থেকে ২৩০ টাকা।
বিট- ৬০ টাকা।
গাজর- ৬০ টাকা কেজি।
চালের দাম (প্রতি কেজি)-
মিনিকেট চাল- ৪৮ থেকে ৫০ টাকা। বাঁশকাঠি চাল- ৬০ টাকা।
গোবিন্দভোগ চাল- ৯০ টাকা।
দেরাদুন রাইস- ১২০ টাকা।
আটা ও ময়দা- ৩৪ টাকা কেজি।
অড়হড় ডাল- ১৮০ টাকা।
মসুর ডাল- ১০০ টাকা।
মুগডাল- ১০০ টাকা।
ছোলার ডাল- ১০০ টাকা।
সরষের তেল- ১২৫ থেকে ১৩০ টাকা।
সয়াবিন তেল- ১০২ টাকা।
সূর্যমুখী তেল- ১২২ টাকা।
মশলার দাম (প্রতি কেজি)-
জিরে (আস্ত)- ৪০০ টাকা।
হলুদ- ৩০০ টাকা।
শুকনো লঙ্কা- ৩৫০ টাকা।
চিনি- ৪৮ টাকা।
ধনে- ৪০০ টাকা।
পোস্ত- ১৫০০ টাকা।
মুরগীর মাংসের দাম তো অনেকটাই বেড়েছে। ১৮০ টাকা থেকে বেড়ে দাম হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা প্রতি কেজি। মাছের দাম ও বেশ কিছুটা বেড়েছে।