Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire in Kolkata: নারকেলডাঙার বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

Fire in Kolkata: বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরনের দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা যাচ্ছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। সাত সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Fire in Kolkata: নারকেলডাঙার বহুতলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন
ঘটনাস্থলে দমকলের ৯টা ইঞ্জিনে Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2025 | 2:44 PM

কলকাতা: ফের শহরে আগুন। সাতসকালে নারকেলডাঙা মেনরোড সংলগ্ন জালাময়দান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এলাকারই একটি পাঁচতলা বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা কাজের গোডাউনে আগুন লাগে। স্থানীয়দের দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছু সময়ের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথম আগুন নেভানোর কাজ শুরু করে। খবর যায় দমকলে। কিছু সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে যায় দমকলের ৯টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। 

তবে দমকল পৌঁছালেও প্রথমটায় ঘন জনবাসতি ও ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের পৌঁছতে বেশ খানিকটা সমস্যার মুখোমুখি হতে হয়। দমকল কর্মীদের পাশাপশি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের কর্মীরা বহুতলের বাসিন্দাদের নিরাপদে সকলকে নামিয়ে নিয়ে আসে। ফলে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। 

বহুতলের গ্রাউন্ড ফ্লোরে থাকা গোডাউনে প্রচুর পরিমাণ কাগজের বাক্স ও নানা ধরনের দাহ্য পদার্থ মজুত ছিল বলে জানা যাচ্ছে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই আগুন বড় আকার ধারণ করে। গোটা এলাকা ধোয়াঁয় ঢেকে যায়। সাত সকালে আগুনের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রায় ঘন্টা দেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তারপরেও দীর্ঘ সময় ধরে জল দিয়ে গোটা এলাকা ঠান্ডা করার কাজ চালানো হয় দমকলের তরফে। এদিনের অগ্নিকাণ্ডের ফলে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও গোডাউনের ভিতরে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে বন্ধ থাকা অবস্থায় কিভাবে ওই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। দমকলের কর্তারা বলছেন, গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই অগ্নিকাণ্ড কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে কোনও গাফিলতি থাকলে গোডাউনের মালিকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।