Kolkata Fire: বন্ধ ছাদের দরজা, দাউদাউ করে জ্বলছিল চারতলা, দমবন্ধ হয়ে মৃত্যু দু’জনের, পাথুরিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Kolkata Fire: খবর দেওয়া হয় দমকলে। সংকীর্ণ গলি হওয়ায় দমকলের ঢুকতে সমস্যা হচ্ছিল। পরে ১০টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সকাল থেকে বিল্ডিংটি কুলিংয়ের কাজ করা হচ্ছে।

Kolkata Fire: বন্ধ ছাদের দরজা, দাউদাউ করে জ্বলছিল চারতলা, দমবন্ধ হয়ে মৃত্যু দুজনের, পাথুরিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড
দাউদাউ করে জ্বলছিল বিল্ডিং।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 21, 2025 | 9:40 AM

কলকাতা: শহরের বুকে ভয়াবহ আগুন। রবিবার রাতে আগুন লাগল পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের চারতলায়। দাউদাউ করে জ্বলতে দেখা যায় গোটা চারতলা। দমকলের ১০টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ আগুন লাগে ৬৫ /এ পাথুরিয়াঘাটা স্ট্রিটে। একটি কমার্শিয়াল বিল্ডিং-এর চারতলায় কাপড়ের গুদামে। বিল্ডিংয়ের ভিতরে সেই সময় যারা ছিলেন, আগুনে তারা আটকে পড়েন।  তারা ছাদে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজায় তালা দেওয়া ছিল। তাই বের হতে পারেননি।

সংকীর্ণ গলি হওয়ায় দমকলেরও ঢুকতে সমস্যা হচ্ছিল। পরে ১০টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। সকাল থেকে বিল্ডিংটি কুলিংয়ের কাজ করা হচ্ছে।

ওই বিল্ডিং থেকে গতকাল রাতেই পুলিশ তিনজনকে উদ্ধার করেছিল। আগুনের ধোঁয়ায় সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন দুইজন। এ দিন সকালে তাঁদের উদ্ধার করা হয়। তাদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। পরে সেখানে তাদের মৃত্য়ু হয়। মৃতদের নাম কিষাণ লাল উপাধ্যায় (৫৮) ও সুনীল কুমার শর্মা (৪৮)। দুইজনেই রাজস্থানের বাসিন্দা।

কী কারণে বা কোথা থেকে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।