AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fire: রবীন্দ্রনগরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন

Fire in Rabindra Nagar: খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আশেপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

Fire: রবীন্দ্রনগরে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২ ইঞ্জিন
ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Jan 09, 2026 | 7:54 PM
Share

রবীন্দ্রনগর: দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে ভয়াবহ আগুন। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের হাজি রতন দরগা পাড়ায় একটি দোতলা বাড়িতেই এ ঘটনা ঘটেছে। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যেই বাড়িটির সমস্ত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকা আগুনের জেরে কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গোটা এলাকা। আগুন নজরে আসতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশপাশের এলাকাগুলিতেও। 

প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। বাড়ি বাড়ি থেকে নিয়ে আসা হয় জল। কিন্তু, আগুনের দাপট বাড়তে থাকায় তাঁরা আর বাগে আনতে পারেননি। পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। 

খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালাচ্ছেন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন যাতে আশেপাশের বাড়িতে ছড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। 

একদিন আগেই আবার কলকাতার নোনাডাঙার বস্তিতেও ভয়াবহ আগুন লাগে। কিছু সময়ের মধ্যেই গোটা বস্তিই দাউদাউ করে জ্বলতে থাকে। একের পর এক ঝুপড়িতে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ৭টি ইঞ্জিন। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছিল। এর কয়েকদিন আগেই আবার আগুন লেগেছিল নিউ টাউনের ঘুনি বস্তিতে।