Topsia Fire: গলগল করে বেরচ্ছে ধোঁয়া, লেলিহান শিখা আগুনের, তপসিয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Kolkata Fire: আজ, শুক্রবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে ১০ নম্বর, তপসিয়া রোডে। একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আরও ইঞ্জিন যাচ্ছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।

কলকাতা: শহরে আবার অগ্নিকাণ্ড। আজ, শুক্রবার দুপুরে বিধ্বংসী আগুন লাগে তপসিয়া রোডে। একটি সোফা তৈরির কারখানায় আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আরও ইঞ্জিন যাচ্ছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।
তপসিয়ায় সোফা তৈরির কারখানায় আগুন লেগেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী, তবে আগুন ক্রমেই বেড়ে চলেছে। যেহেতু সোফা তৈরির কারখানা, তাই প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল। সেখান থেকেই আগুন ক্রমে ছড়িয়ে পড়ছে। ইতিমধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গলগল করে ধোঁয়া বের হচ্ছে, বিল্ডিং থেকে আগুনের শিখা বের হতে দেখা যাচ্ছে।
শীতকালে শহরে একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে। ক’দিন আগেই নিউটাউনেও একটি অফিস বিল্ডিংয়ে আগুন লাগে। তার আগে গত বছরের ডিসেম্বর ইকো পার্কের পাশে একটি বস্তিতে বিধ্বংসী আগুন লাগে, যেখানে শতাধিক ঝুপড়ি পুড়ে যায়।
