কলকাতা: রাত পোহালেই শহরে টাটা স্টিল ম্যারাথন। সে কারণেই রবিবার ছুটির দিন সকালে বন্ধ থাকছে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা (Kolkata Street)। চলবে যান নিয়ন্ত্রণও। এদিন রাত ১২ টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে রেড রোড। এছাড়াও ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বন্ধ থাকছে মেয়ো রোড, নিউ রোড, কুইন্স ওয়ে, লাভার্স লেন, ডাফরিন রোড, এজেসি বোস রোড( এক্সাইড থেকে হেস্টিংস রোড) সহ আরও গুরুত্বপূর্ণ রাস্তা। পাশাপাশি এও জানানো হয়েছে, সকাল ৬ টা থেকে প্রয়োজন পড়লে মিস RR এভিনিউ, মেয়ো রোড, পার্ক স্ট্রিট সহ একাধিক রাস্তা বন্ধ রাখা হবে।
সূত্রের খবর, টাটা স্টিল ম্যারাথনে ৫-৭ হাজার মানুষের আসার কথা রয়েছে। আসার কথা রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও। বন্ধ ও যান নিয়ন্ত্রণের তালিকায় খিদিরপুুর রোড,স্ট্রান্ড রোড, নেইপার রোড, ক্লাইড রো, জি আর রোড, কিংস ওয়ের মতো আরও একাধিক রাস্তাও থাকছে বলে জানা যাচ্ছে।