Weather Update: ২৪ ঘণ্টার জন্য বড়সড় নিষেধাজ্ঞা! সপ্তাহের শেষ তিনদিন কেমন থাকবে বাংলার আকাশ?

Weather Update: এদিন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।

Weather Update: ২৪ ঘণ্টার জন্য বড়সড় নিষেধাজ্ঞা! সপ্তাহের শেষ তিনদিন কেমন থাকবে বাংলার আকাশ?
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 07, 2025 | 11:54 PM

কলকাতা: পাক খেয়েই চলেছে ঘূর্ণাবর্ত। সঙ্গে আবার মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। ফলে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। রাতের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর বলছে মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকা বরাবর বিস্তৃত রয়েছে। অন্যদিকে ঘূর্ণাবর্ত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার কাছে। ফলে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। আগামী ২৪ ঘণ্টায় বাংলা ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধও করা হয়েছে। 

এদিন পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতেও। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। তবে রবিবার এবং সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গে। 

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন রাতে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। একই ছবি দেখা যেতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবতে পারে। শুক্রবার, শনিবার, রবি এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।